Advertisment

বাংলায় ২ দিনের সফরে নাড্ডা, মমতার শপথের দিনেই দেশজুড়ে ধরনায় বসবে বিজেপি

ভোট পরবর্তী হিংসায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে, আহতও হয়েছেন বহু।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal BJP, JP Nadda, TMC

জে পি নাড্ডা। ফাইল ছবি

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির খবর। ভোট পরবর্তী হিংসায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। আহতও হয়েছেন বহু। একুশের মহারণে বিপুল জয়ের পর তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অভিযোগ, অন্তত ৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন, আহত অনেকে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়, কর্মীর বাড়ি ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার ঘটনা হয়েছে।

Advertisment

আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আজ, মঙ্গলবার ২ দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিকে, রাজনৈতিক হিংসার প্রতিবাদে আগামী, ৫ মে বুধবার দেশজুড়ে ধরনায় বসবে বিজেপি। পশ্চিমবঙ্গে হিংসার ঘটনাকে জাতীয় স্তরে প্রচারে আনতে কোমর বাঁধছে বিজেপি। সোমবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "দলের কর্মীরা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। এগুলো কাম্য নয়। এরকম চলতে থাকলে আমরা আন্দোলনে নামব।"

উল্লেখ্য, বুধবারই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিনই ধরনা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে তাণ্ডব চালানো শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খুন হয়েছেন বহু দলীয় কর্মী। সেই সঙ্গে হিংসায় আহত হয়েছেন অনেকে। তাঁদের দোকান, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে জেলা কার্যালয়েও। গোটা পরিস্থিতিতে নীরব দর্শকের ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, নাড্ডা রাজ্যে এসে নিহত ও আক্রান্তদের পরিজনদের সঙ্গে দেখা করবেন। ২ দিনের রাজ্য সফরে আসছেন তিনি। সেইসঙ্গে ধরনা কর্মসূচিও পালনে নেতৃত্ব দেবেন তিনি।

West Bengal Assembly Election 2021 tmc bjp JP Nadda
Advertisment