Advertisment

ফের বিমল গুরুংকে হুঁশিয়ারি পাহাড়ে, এবার সঙ্গী মুকুল

বিমল গুরুং ও মুকুল রায়কে পাহাড়ে আসা নিয়ে রীতিমত চ্যালেঞ্জ জানানো হয়েছে। বিমলের থেকে "সমস্ত হিসেব বুঝে নেওয়া হবে" বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কারশিয়াং বাজারে পোস্টার

ফের পাহাড়ে পড়ল পোস্টার। এবারে বিমল, রোশনের পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধেও পোস্টার দেখা গেল দার্জিলিং পাহাড়ে। 'জনতার' নামে এই দেখা গেছে দার্জিলিং জেলার কার্শিয়াং-এ। আজ সকালেই স্থানীয়দের নজরে আসে এই পোস্টার, যাতে বিমল গুরুং ও মুকুল রায়কে পাহাড়ে আসা নিয়ে রীতিমত চ্যালেঞ্জ জানানো হয়েছে। বিমলের থেকে "সমস্ত হিসেব বুঝে নেওয়া হবে" বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলার পুলিশ কর্তারা। আজ সকালে কার্শিয়াং বাজারের কাছে পোস্টার লক্ষ করেন স্থানীয়রা। এক দুই করে মোট সাতটি পয়েন্ট নিয়ে পোস্টার লেখা হয়েছে।

Advertisment

বিমল গুরুং পাহাড়ছাড়া হওয়ার পর থেকে একাধিকবার পোস্টার পড়েছে পাহাড়ে। কখনো বিমলের পক্ষে, আবার কখনো বিপক্ষে। বিমলের বিপক্ষে প্রতি পোস্টারেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরেন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া, তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও লেখা দেওয়া শুরু হয়। বিপক্ষের পোস্টার স্পষ্টতই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তৃণমূলের তুরুপের তাস এবং পাহাড়ের বর্তমান স্বঘোষিত নেতা বিনয় তামাংয়ের নেতৃত্বাধীন পাহাড়বাসী বিজেপিকে আর চাইছেন না।

আরও পড়ুন: উত্তরবঙ্গ সফরে ফের বিজেপিকে নিশানা মমতার

তফাৎ এই, যে আজকের এদিনের পোস্টারে বিমল-রোশনের পাশাপাশি সরাসরি মুকুল রায়কে আক্রমণ করা হয়েছে। পাহাড়ে এলে "নিজের জীবন নিজেকেই সুরক্ষিত করতে হবে" বলে হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে পোস্টারে। এছাড়াও প্রয়াত সুভাষ ঘিসিংকে পাহাড়ছাড়া করা এবং তাঁর স্ত্রীর দেহ পাহাড়ে উঠতে না দেওয়ারও "প্রতিশোধ নেওয়া হবে" বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে চাপে রাখতেই এই পোস্টার বলে স্বাভাবিকভাবেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও সবটাই তৃণমূলের কারসাজি বলে দাবি বিজেপির। এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা বাংলার ট্রেন্ড। নির্বাচন এলেই পোস্টার পড়ে। এটা তৃণমূল কংগ্রেসের কৌশল। তারা বিজেপিকে দেখে ভয় পেয়ে গিয়েছে। তাই এসব করছে। মানুষ আমাদেরই ভোট দেবেন।" রাজ্যের পর্যটন মন্ত্রী এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দেব বলেন, "বিজেপির এসব কথার আমি কোন উত্তর দিতে চাই না।"

bjp mukul roy trinamul north bengal
Advertisment