/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/priyanka-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রিয়াঙ্কা গান্ধীর সরকারি বাংলো নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর শুরু। ৩৫, লোধী এস্টেটের সরকারি বাংলো খালি করতে কংগ্রেস নেত্রীকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী মঙ্গলবার দাবি করেছেন, 'একজন দাপুটে কংগ্রেস নেতা' তাঁকে অনুরোধ করেছেন, যাতে ওই বাংলোটি কংগ্রেসের আরেক নেতাকে দেওয়া হয়। এরফলে ওই বাংলোতে থাকতে পারবেন প্রিয়াঙ্কা। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবি নস্য়াৎ করে প্রিয়াঙ্কা বলেছেন, ''এটা ভুয়ো খবর''।
ঠিক কী হয়েছে?
আগামী ১ অগাস্টের মধ্য়ে লোধী এস্টেটের সরকারি বাংলো খালি করতে প্রিয়াঙ্কা গান্ধীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রক। যেহেতু প্রিয়াঙ্কা এখন আর এসপিজি নিরাপত্তা পান না, তাই ওই বাংলো খালি করতে বলা হয়েছে মন্ত্রকের তরফে।
Facts speak for themselves!
A powerful Congress leader with much clout in the Party called me on 4 July 2020 at 12:05 pm to request that 35, Lodhi Estate be allotted to another INC MP so that Priyanka Vadra can stay on.
Let’s not sensationalise everything please. https://t.co/n1RQr6SGm6
— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 14, 2020
আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে বাদ পাইলট, সিদ্ধান্ত কংগ্রেসের
এই প্রেক্ষিতে মঙ্গলবার টুইটারে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী লিখেছেন, ''কংগ্রেসের এক দাপুটে নেতা গত ৪ জুলাই দুপুর ১২টা ৫ মিনিটে আমায় ফোন করে অনুরোধ করেছেন, যাতে লোধী এস্টেটের বাংলোটি আরেক কংগ্রেস সাংসদের জন্য় বরাদ্দ করা হয়। ফলে, সেখানে থাকতে পারবেন প্রিয়াঙ্কা''।
কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবির পাল্টা টুইটারে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ''এটা ভুয়ো খবর। সরকারের কাছে আমি এমন কোনও অনুরোধ জানায়নি। ১ জুলাই বাংলো খালি করার চিঠি দেওয়া হয়েছে আমায়। ১ অগাস্টের মধ্য়ে সরকারি বাংলো খালি করব''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন