/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/Pragya-Singh-Thakur.jpg)
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের। এবার মধ্যপ্রদেশের সেহোরে ক্ষত্রিয় মহাসভায় গিয়ে সমাজের বর্ণ বৈষম্যের কথা তুলে নিশানা করলেন দলিতদের। ভোপালের সাংসদের প্রশ্ন, ‘শূদ্রদের শূদ্র বললে কেন তাঁদের খারাপ লাগে?’
প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, 'ক্ষত্রিয়দের ক্ষত্রিয় বল, খারাপ ভাবেন না। ব্রাহ্মণদের ব্রাহ্মণ বল, খারাপ ভাবেন না। বৈশ্যকে বৈশ্য বল, খারাপ ভাবেন না। কিন্তু শূদ্রদের শূদ্র বললে তাঁরা খারাপ ভাবেন। কারণ কী? কারণ তাঁরা বোঝেন না। কারণ সমাজের বঞ্চনা।' প্রজ্ঞার এই ভিডিও আপাতত ভাইরাল।
#WATCH | Kshatriya ko kshatriya keh do, bura nahi lagta. Brahmin ko brahmin keh do, bura nahi laga. Vaishya ko vaishya keh do, bura nahi lagta. Shudra ko shudra keh do, bura lag jata hai. Kaaran kya hai? Kyunki samajh nahi paate: BJP MP Pragya Singh Thakur in Sehore, MP (12.12) pic.twitter.com/CbCctxmACp
— ANI (@ANI) December 12, 2020
দেশ বিরোদীদের জন্য জন্ম নিয়ন্ত্রণ আইন লাগুরও দাবি তোলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।
অর্থনৈতিক ক্ষমতার উপর ভিত্তি করেই দেশে সংরক্ষণ ব্যবস্থা চালু হওয়া উচিত বলে মনে করেন ভোপালের সাংসদ। এতে প্রকৃত দুস্থরা উপকৃত হবেন বলে দাবি তাঁর। ক্ষত্রিয় মহিলাদের কর্তৃব্য বোঝাতে গিয়ে প্রজ্ঞা বলেন, 'দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য আরও বেশি করে শিশুর জন্মদান প্রয়োজন। এটাই ক্ষত্রিয় মহিলাদের কর্তৃব্য হওয়া প্রয়োজন।'
কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকদের দেশ বিরোধী বলেো তোপ দাগেন বিজেপি সাংসদ। কৃষক আন্দোলন কংগ্রেস ও বাম দলগুলোর হাতে চলে গিয়েছে বলেও দাবি তাঁর। কোনও কিছু না বুঝেই কৃষকরা আন্দোলন করছেন বলে জানান প্রজ্ঞা। কৃষক আন্দোলনের শেষ পরিণতি শাহিনবাগের মত হবে বলে মত প্রজ্ঞার।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন