Advertisment

প্রণবের ভারতরত্নের অনুষ্ঠানে সোনিয়া-রাহুল অনুপস্থিত, জল্পনা তুঙ্গে

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতি ঘনিষ্ঠ প্রণব মুখোপাধ্যায় ভারতের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মত গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০১২ সালে তিনি রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে জয়ী হন।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia gandhi, rahul gandhi, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী

সোনিয়া ও রাহুল গান্ধী।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন প্রাপ্তির অনুষ্ঠানে গরহাজির থাকলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Advertisment

দলের প্রবীণ নেতার খেতাব প্রাপ্তির অনুষ্ঠানে মাতা-পুত্রের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে জোর পেয়েছে যে বিষয়টি, তা হল গতবছর আরএসএস সদর দফতরে গিয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ স্বীকারের প্রসঙ্গটি।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রায় সব বিজেপি নেতাই উপস্থিত থাকলেও কংগ্রেস নেতাদের উপস্থিতি ছিল হাতে গোনা। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য আনন্দ শর্মা, লোকসবার সাংসদ শশী তারুর, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে এবং এআইসিসি-র প্রাক্তন সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী।

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতি ঘনিষ্ঠ প্রণব মুখোপাধ্যায় ভারতের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মত গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০১২ সালে তিনি রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে জয়ী হন।

গত বছর নাগপুরে আরএসএস সদর দফতরে গিয়ে ভাষণ দেওয়ার ব্যাপারে তাঁর সিদ্ধান্তের সমালোচনা যেমন করেছেন বিজেপি-আরএসএস বিরোধীরা, তেমনই একটি অংশের আবার ভিন্ন মতাদর্শের সঙ্গে তাঁর এ ধরনের মোকাবিলার সিদ্ধান্ত প্রশংসিতও হয়েছে।

ইতিমধ্যে রাহুল গান্ধী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে কেরালার বন্যাপরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এবার কেরালার ওয়েনাড় থেকে ভোটে জিতেছেন রাহুল গান্ধী।

Read the Full Story in English

Advertisment