/indian-express-bangla/media/media_files/2025/01/06/kxA3G2rCo1bsEEsYutEg.jpg)
প্রশান্ত কিশোরকে গ্রেফতারের পর পাটনা জুড়ে চরম উত্তেজনা। Photograph: (ফাইল চিত্র)
BPSC Protest Prashant Kishor Detained: প্রশান্ত কিশোরকে গ্রেফতারের পর পাটনা জুড়ে চরম উত্তেজনা। কোথায় রাখা রয়েছে পিকে-কে প্রশাসনের তরফে সেই তথ্য সামনে আনা হয়নি।
গ্রেফতার পিকে! জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে (পিকে) গ্রেফতার করেছে পাটনা পুলিশ। বিপিএসসি পরীক্ষা নিয়ে চলমান আন্দোলনের মাঝেই পিকে-কে গ্রেফতার করা হয়েছে। প্রশান্ত কিশোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটনার জেলাশাসক চন্দ্রশেখর। অনশনরত অবস্থায় পিকের গ্রেফতারির ঘটনায় পাটনা জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোর সাড়ে ৩টে নাগাদ পুলিশ তাকে আটক করে। গ্রেফতারের পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য AIIMS-এ নিয়ে যাওয়া হয়।
বিপিএসসি পরীক্ষা সংক্রান্ত পরিবর্তনের প্রতিবাদে প্রশান্ত কিশোরকে গ্রেফতার করা হয়। তিনি পরীক্ষার প্যাটার্ন বদল নিয়ে পরীক্ষার্থীদের অসন্তোষকে সমর্থন জানান। গান্ধী ময়দানে অনশনে বসেছিলেন পিকে। আজ ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। হেফাজতে নেওয়ার আগে পিকের ডাক্তারি পরীক্ষা করা হয়। পাটনার ডিএম চন্দ্রশেখর জানিয়েছেন, পিকে-র স্বাস্থ্য ভালো আছে।
অবশেষে ভারতে ঢুকেই পড়ল ভয়ঙ্কর HMPV ভাইরাস ! আক্রান্ত আট মাসের শিশু, বাড়ছে উদ্বেগ
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১০টার পর প্রশান্ত কিশোরকে আদালতে হাজির করা হবে। বর্তমানে কোথায় রয়েছেন প্রশান্ত কিশোর সেই তথ্য প্রশাসনের তরফে সামনে আনা হয় নি,। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে পিকের গ্রেফতারির পর শুরু হয়েছে বিক্ষোভ। তার সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।
জনসুরাজ পার্টি্র তরফে দাবি করা হয়েছে পাটনা পুলিশ পিকে সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে। এর আগে গান্ধী ময়দানে প্রশান্ত কিশোরকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বর্তমানে পিকের গ্রেফতারির ঘটনায় পাটনায় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।