Advertisment

'আমার কথা মিললে বিজেপি নেতারা পদ ছাড়বেন তো?' পাল্টা চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

বাংলার ভোটে বিজেপির ডবল ডিজিট হলেই দায়িত্ব ছাড়বেন। সোমবার এই টুইটের পরই ভোট স্ট্র্যাটিস্টকে নিশানা করেন কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তাঁর দাবি মিলে গেলে কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষ কি রাজনীতি ছাড়বেন? কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষদের চ্যালেঞ্জ ছুড়লেন ভোট স্ট্র্যাটিজস্ট প্রশান্ত কিশোর।

Advertisment

বাংলার ভোটে বিজেপি ডবল ডিজিট টপকালে দায়িত্ব ছাড়বেন। সোমবার এই দাবি করে টুইট করেছিলেন ভোট স্ট্র্যাটিস্ট প্রশান্ত কিশোর। তারপরই কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষরা নিশানা করেন তাঁকে। জবাবে বিজেপি নেতৃত্বের উদ্দেশে এ দিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রশান্ত।

সোমবার প্ৰশান্ত কিশোর টুইটে লিখেছিলেন, 'বিজেপি-কে সমর্থনকারী একশ্রেণির সংবাদমাধ্যম হাইপ তৈরি করলেও, বাস্তবে বাংলায় বিজেপির দুই অঙ্কের আসন পেরোন কষ্টসাধ্য হবে।' একই সঙ্গে প্রশান্ত কিশোর উল্লেখ করেছিলেন, 'আমার এই ট্যুইটটি সেভ করে রাখুন৷ বিজেপি এর থেকে ভাল ফল করলে আমি দায়িত্ব ছাড়ব।৷'

কিশোরের সোমবারের টুইটের পরই তাঁকে কটাক্ষ করেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। পাল্টা টুইটে তিনি লিখেন, ‘বাংলায় বিজেপির সুনামি চলছে। সরকার গঠনের পর দেশ এক নির্বাচনী রণনীতিকারকে হারাতে চলেছে।’

পরে বাবুল সুপ্রিয় টুইটারে লিখেন, ‘খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূল ওঁকে কী খাবার খাওয়ায়? সবচেয়ে ভাল বিষয় হল, ২০২১ আসুক, দেখবেন না থাকবে সাপ (তৃণমূল), না বাজবে (পিকে-র) বাঁশি।’

প্রশান্ত কিশোরকে এক হাত নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, আগে তৃণমূল ভয় দেখাতো। মারধর করতো। হুমকি দিত। মিথ্যা মামলা দিত। এখন ওদের আর দম নেই। তাই কুৎসা প্রচার করছে। এর হোতা প্রশান্ত কিশোর। উনি তৃণমূলের কাছ থেকে ৫০০ কোটি টাকা নিয়েছেন কুৎসা প্রচারের জন্যই। তাই আমাদের নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা প্রচার করছেন।'

বিধানসভা ভোটের আগে বিজেপি তৃণমূলকে বিঁধতে যে অস্ত্রগুলি বেছে নিয়েছে তার মধ্য়ে প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলছুট কয়েকজনও। এই পরিস্থিতিতে বিজেপিকে চ্যালেঞ্জ করা পাশপাশি দলকে উদ্বুদ্ধ করা, প্ৰশান্তের অভিসন্ধিকে এভাবেই ব্য়খ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোটের আবহে বঙ্গ রাজনীতিতে উত্তাপ চরমে। কিশোরের টুইট, পাল্টা টুইটে যা আরও তেতে উঠছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh Babul Supriyo Kailash Vijayvargiya
Advertisment