প্রশান্ত কিশোরকে জবাব হরিশ রাওয়াতের। 'আগে কংগ্রেসে যোগ দিন। তারপর নিজের পরিকল্পনার কথা জানাবেন, বক্তব্য রাখবেন।' দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই বলেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বর্ষীয়ান রাজনীতিবিদ হরিশ রাওয়াত। 'কংগ্রেসে যোগ দিলে পিকে-কে যোগ্য সম্মান দিয়েই স্বাগত জানানো হবে। তবে দলে যোগ না দিয়ে তার আগে কংগ্রেস কোন পথে চলবে তা বলা ঠিক নয়।' এমনই মন্তব্য কংগ্রেস নেতার।
সম্প্রতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে বৈঠক করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তারপর থেকেই তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা বেড়ে যায়। তবে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা নিয়ে কংগ্রেসকে বিঁধে টুইট করেন পিকে। টুইটে তিনি লেখেন, 'কেবল লখিমপুর খেরির ঘটনার উপর ভিত্তি করে কংগ্রেসের পুনরুজ্জীবনের আশা। নিজেকে একটি বড় হতাশার জন্য প্রস্তুত করা। দুর্ভাগ্যবশত গভীর বদ্ধমূল সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার কোনও দ্রুত সমাধান নেই।'
পিকে-র এই বক্তব্যে বেজায় চটেছেন প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। ভোটকুশলীকে বিঁধে তিনি বলেন, 'আগে কংগ্রেসকে যোগ দিন। তারপর কংগ্রেস সম্পর্কে পরামর্শ দেবেন। যে যতই শক্তিশালী হোন, দল কারও কাছে বন্ধক রাখা নেই।' উল্লেখ্য, আগামী বছরেই বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। তার আগে বাংলার সীমানা ছাড়িয়ে শক্তি অন্য রাজ্যেও শক্তি বাড়াতে মরিয়া তৃণমূল। গোয়া, ত্রিপুরা, অসমে কংগ্রেসের ভাঙছে জোড়াফুল। ভোটের কয়েকমাস আগে তৃণমূলের এই প্রচেষ্টারও কড়া সমালোচনা করেছেন রাওয়াত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, 'নেতাদের ভাঙিয়ে নিয়ে নির্বাচনমুখী রাজ্যগুলিতে কংগ্রেসকে দুর্বল করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বিরোধী ঐক্যকে কখনই মজবুত করতে পারে না।'
আরও পড়ুন- আজই কী নয়া সভাপতি সহ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের ঘোষণা? মত নেই বহু শীর্ষ নেতার
প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ প্রসঙ্গে রাওয়াত বলেন, 'যে কোনও ভারতীয় নাগরিক যাঁর স্বাধীনতা আন্দোলন ও কংগ্রেসের কিছু মূল্যবোধের উপর বিশ্বাস আছে, তিনি দলে যোগ দিতে পারেন। প্রশান্ত কিশোরও কংগ্রেসে যুক্ত হতেই পারেন। আমরা সবসময়ই নতুন ভাবনা-চিন্তা করি। তবে দল কখনই কারও কাছে বন্ধক থাকবে না। সে তিনি যতই শক্তিশালী হোন না কেন। কংগ্রেসে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। প্রশান্ত কিশোর যদি মনে করেন তিনি এই দলে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, তবে তাঁকে স্বাগত জানাব।'
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন