Advertisment

Droupadi Murmu: লোকসভার ফলে চিন্তায় বিজেপি! ৯ রাজ্যের রাজ্যপাল বদলে দিলেন রাষ্ট্রপতি

Governor Appointment: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার গভীর রাতে নয়টি রাজ্যে নয়া রাজ্যপাল নিয়োগ করেছেন। যেদিন তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে বলে বিবৃতিতে জানিয়েছেন রাষ্ট্রপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Scheduled Caste reservation: তফসিলি জাতির শ্রেণিবিভাজনে অনুমতি সুপ্রিম কোর্টের, কেন এমনভাবে হস্তক্ষেপ করল শীর্ষ আদালত?

Governor Appointment: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার গভীর রাতে নয়টি রাজ্যে নয়া রাজ্যপাল নিয়োগ করেছেন।

Governor Appointment: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার গভীর রাতে নয়টি রাজ্যে নয়া রাজ্যপাল নিয়োগ করেছেন। যেদিন তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে বলে বিবৃতিতে জানিয়েছেন রাষ্ট্রপতি।

Advertisment

প্রবীণ বিজেপি নেতা সন্তোষ গাঙ্গওয়ার, যিনি টানা ছয়বারের সাংসদ, এবারের লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পাননি। তাঁকে ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তিনি কুর্মি সম্প্রদায়ের একজন ওবিসি, যাঁরা সংসদীয় নির্বাচনে উত্তরপ্রদেশ এবং বিহারে বিজেপি থেকে মুখ ফিরিয়েছে বলে মনে করা হচ্ছে।

অসমের প্রাক্তন লোকসভা সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।

মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার এবং বিজেপি নেতা হরিভাউ কিসানরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। মহারাষ্ট্র হল আরেকটি রাজ্য যেখানে বিজেপি লোকসভা নির্বাচনে ভরাডুবির সম্মুখীন হয়েছে। রাজ্যে মারাঠা কোটা নিয়ে আন্দোলনও দেখেছে যা সরকারের জন্য উল্লেখযোগ্য অস্বস্তি সৃষ্টি করেছিল।

বিজেপিশাসিত ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা কংগ্রেস শাসিত তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত হয়েছেন।

রাজস্থানের প্রবীণ বিজেপি নেতা ও পি মাথুর, রাজ্যসভার প্রাক্তন সদস্য, সিকিমের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। কর্ণাটকের প্রাক্তন লোকসভা সদস্য সি এইচ বিজয়শঙ্কর, যিনি কংগ্রেসে যোগদানের জন্য বিজেপি ত্যাগ করেছিলেন এবং ২০১৯ সালে বিজেপিতে পুনরায় যোগদান করেছিলেন, মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের পদ থেকে শ্রী বনোয়ারিলাল পুরোহিতের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কে কৈলাশনাথন, একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার যিনি গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য প্রধান সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন।

আরও পড়ুন Manipur: ভোট মিটলেও গলার কাঁটা মণিপুর, কুর্সির পালাবদলে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

তেলেঙ্গানার অতিরিক্ত দায়িত্ব-সহ ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন এখন মহারাষ্ট্রের রাজ্যপাল হবেন, যা বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজ্য। কোয়েম্বাটোর থেকে দুবার লোকসভায় নির্বাচিত হওয়া রাধাকৃষ্ণন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি।

অসমের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজেপির প্রবীণ নেতা কাটারিয়া আগে রাজস্থানে মন্ত্রী ছিলেন।

সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে অসমের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে এবং মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। বিজেপি নেতা আচার্য উত্তরপ্রদেশের এমএলসি ছিলেন।

Droupadi Murmu Governor President of India bjp
Advertisment