৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে জোর কদমে। এবার প্রধান অতিথি হিসেবে ভারতে আসবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বছরের পর বছর ধরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বিদেশি কোন রাষ্ট্রনায়ককে আমন্ত্রণ জানানোর রীতি রয়েছে। গত বছর প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি।
রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র ৫ বার কোনও বিদেশি রাষ্ট্র প্রধান প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেননি। ১৯৫০ সালে, তৎকালীন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছিলেন। সেই থেকে এই প্রথা চলে আসছে।
প্রজাতন্ত্র দিবসে কে প্রধান অতিথি হবেন তা নির্ধারণ করতে ৬ মাসের প্রক্রিয়া রয়েছে। কূটনীতিক মনবীর সিং বলেন, প্রথমে বিদেশ মন্ত্রক কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের নামের তালিকা তৈরি করে। এরপর এই তালিকা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তারা তালিকা অনুমোদন করে। অনুমোদনের পরে, ভারত ২৬ জানুয়ারি প্রধান অতিথি যাদের বাছাই করা হয় সেই দেশগুলির সঙ্গে কথা বলে।
ভারতের সঙ্গে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং বাণিজ্য সম্পর্কের ভিত্তিতে সেই দেশগুলির একটি তালিকা তৈরি করা হয়। এবার প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু, অর্থমন্ত্রী ব্রুনো লে মারি, বিদেশ মন্ত্রী স্টেফান সেজার্ন এবং জেনারেল থিয়েরি বারচার্ড। ভারত-ফ্রান্স বন্ধুত্বের ২৫ বছর পূর্ণ হবে ম্যাক্রোঁর এই সফরে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আজ জয়পুর পৌঁছবেন ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার জয়পুরে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই নেতা প্রতিরক্ষা-নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানো, বাণিজ্য, ইত্যাদি বিষয়ে গভীর আলোচনা করবেন।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, ফরাসি প্রেসিডেন্টের প্রায় ছয় ঘণ্টা জয়পুরে থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রোড শোতেও অংশ নেবেন ম্যাক্রোঁ। আজ দুপুর আড়াইটার দিকে জয়পুর পৌঁছবেন মোদী ও ম্যাক্রোঁ। এর পরে, জয়পুরের সাঙ্গানারী গেট থেকে হাওয়ামহল পর্যন্ত একটি রোড শো হবে।
বিদেশ মন্ত্রকের আধিকারিকদের মতে, ফরাসি প্রেসিডেন্টের বিমানটি আজ দুপুর আড়াইটায় জয়পুর বিমানবন্দরে অবতরণ করবে এবং রাত ৮.৫০ মিনিটে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। কর্মকর্তারা বলেছেন যে জয়পুরে, ম্যাক্রোঁ অম্বর ফোর্ট, যন্তর মন্তর এবং হাওয়া মহল পরিদর্শন করবেন এবং রোড শোতেও অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় যন্তর মন্তর এলাকা থেকে রোড শো শুরু হবে এবং মোদি ও ম্যাক্রোঁর মধ্যে আলোচনা শুরু হবে সন্ধ্যা ৭.১৫ মিনিটে।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা প্রশাসনিক কর্তাদের এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শর্মা ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তুতি পর্যালোচনা করেছেন।