Advertisment

কেন রাষ্ট্রপতিকে সংসদ ভবন উদ্বোধন করতে দেওয়া হচ্ছে না? ক্ষোভ বিরোধীদের

হিন্দুত্ববাদী নেতার জন্মদিনেই কেন সংসদ ভবন উদ্বোধন? প্রশ্ন কংগ্রেসের

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তোপ দেগেছেন কেন্দ্রকে। মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন যে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নয়। রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত। এর আগে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে, লোকসভা সচিবালয় ঘোষণা করেছে যে প্রধানমন্ত্রী মোদী ২৮ মে নতুন সংসদ ভবনর উদ্বোধন করবেন। বিবৃতিতে বলা হয়েছে, 'নতুন সংসদ ভবনের নির্মাণ শেষ হয়েছে। নতুন ভবনটি আত্মনির্ভর ভারতের চেতনার প্রতীক।'

Advertisment

রাহুলের একথা বলার আগে অন্যান্য বিরোধী দলের সদস্যরাও প্রশ্ন তুলেছিলেন, কেন প্রধানমন্ত্রী ভবনটি উদ্বোধন করবেন? এই প্রসঙ্গে আরজেডি নেতা মনোজ কুমার ঝায়ের প্রশ্ন, 'মাননীয় রাষ্ট্রপতির কি নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত নয়?' সিপিআই নেতা ডি রাজা প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন, 'মোদীজির ইমেজ এবং ক্যামেরাপ্রীতি রীতি এবং নিয়মেরও ঊর্ধ্বে'। রাজা টুইট করেছেন, 'প্রধানমন্ত্রী প্রশাসনের নেতৃত্ব দেন। আর, সংসদ হল আইন প্রণয়নের অঙ্গ। তাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবনের উদ্বোধন করলে, সেটাই সঠিক কাজ হবে।'

এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়াইসি টুইট করেছেন, 'তিনি (প্রধানমন্ত্রী) নির্বাহী বিভাগের প্রধান। আইনসভার নন। আমাদের ক্ষমতা ভাগ করা আছে। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন। সংসদ ভবন জনসাধারণের অর্থে তৈরি। কেন প্রধানমন্ত্রী ও তাঁর বন্ধুরা এমন ভাব দেখাচ্ছেন যেন তা ব্যক্তিগত তহবিলের অর্থে তৈরি?'

আরও পড়ুন- কর্ণাটকের ছায়া মধ্যপ্রদেশে, দলীয় কোন্দলে ভরাডুবির আশঙ্কায় বিজেপি নেতারা

শুধুমাত্র নতুন সংসদ ভবন কে উদ্বোধন করবেন, তা নিয়ে নয়। বিতর্ক তৈরি হয়েছে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনক্ষণ নিয়েও। উদ্বোধনের দিন ২৮ মে স্থির হয়েছে। এই দিনটিতে হিন্দুত্ববাদী নেতা দামোদর বিনায়ক সাভারকরের জন্মবার্ষিকী। কেন এমন দিনকে সংসদ ভবনের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধন, দেশের প্রতিষ্ঠাতা নেতাদের প্রতি অপমান।

Parliament CONGRESS bjp
Advertisment