নেতাজি জন্মজয়ন্তী বিতর্ক এবার পৌঁছল দেশের প্রশাসন-সংবিধানের সর্বোচ্চ পর্যায়ে। নেতাজির ১২৫ তম জন্মদিনের দিন 'গুমনামী বাবা' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নেতাজির যে ছবি সেই ছবি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি এমন অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন ও মমতার প্রতিবাদ-পাল্টা বিজেপির অভিযোগ নিয়ে সরগরম রাজনীতির ময়দান। এরই মধ্যে ফের নেতাজির 'ভুল' প্রতিকৃতি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, এমন টুইট করে বিতর্ক বাড়ালেন সাংসদ। যদিও টুইট করেও পরে সেই টুইট ডিলিট করেন তিনি।
বিতর্কিত টুইটের স্ক্রিন শট
টুইটে মহুয়া লিখেছেন, "রাম মন্দিরের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার পর রাষ্ট্রপতি প্রসেনজিৎ অভিনীত নেতাজির বায়োপিকের সেই নেতাজির ছবি রাষ্ট্রপতি ভবনে উন্মোচন করলেন। হে ভগবান ভারতকে বাঁচান। (কারণ এই সরকার আর পারছে না)"।
এর আগে একাধিকবার মূর্তি বিতর্কে নাম জড়িয়েছে বিজেপির। লোকসভা নির্বাচনের সময় অমিত শাহের র্যালির পর বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, কিংবা বিরসা মুন্ডার ভুল মূর্তিতে অমিত শাহের মাল্যদান। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান 'শান্তিনিকেতন'বলা নিয়েও কম জলঘোলা হয়নি রাজ্য-রাজনীতিতে। এবার রাষ্ট্রপতির নেতাজির ছবি উন্মোচন ফের জট বাড়িয়ে তুলল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন