Advertisment

পাকিস্তানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র ডক্টর মহম্মদ ফয়জল প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে দিল্লির সঙ্গে সমস্ত বিতর্কিত বিষয়ে আলোচনার দরজা খোলার কথা বলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সার্ক সম্মেলন উপলক্ষে পাকিস্তানে আমন্ত্রণ পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে এ উপলক্ষে নিমন্ত্রণ জানানো হবে। সে দেশের সংবাদপত্র দ্য ডন এমনটাই জানিয়েছে।

Advertisment

২০১৬ সালে এর আগের সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছিল ভারত। উরিতে ভারতের সেনাছাউনিতে হামলা এবং তাতে ১৯জনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি এ সিদ্ধান্ত নিয়েছিল।

আরও পড়ুন, পাকিস্তানের ভূমি পূজায় যোগ দিতে সীমানা পেরলেন সিধু

আটটি সার্কভুক্ত দেশের সম্মেলন শেষবার অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমাণ্ডুতে। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র ডক্টর মহম্মদ ফয়জল প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে দিল্লির সঙ্গে সমস্ত বিতর্কিত বিষয়ে আলোচনার দরজা খোলার কথা বলেছেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে বলেছিলেন, ভারত যদি এক পা এগোয়, পাকিস্তান তবে দু পা এগোবে।

ফয়জল বলেছেন, ‘‘আমরা ভারতের সঙ্গে একটা যুদ্ধ লড়েছি, সম্পর্ক খুব তাড়াতাড়ি জোড়া লাগার নয়।’’ তবে ভারতের পক্ষে স্পষ্ট অবস্থান অনুসারে, ইসলামাবাদ যতক্ষণ পর্যন্ত সীমান্ত সন্ত্রাস বিষয়ে তাদের উদ্বেগ ব্যক্ত না করছে, ততক্ষণ পর্যন্ত ১৯তম সার্ক সম্মেলনে ভারতের যোগদান নিয়ে সংশয়ের অবকাশ থেকেই যাবে।

সার্ক সম্মেলন সাধারণভাবে ২ বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। সার্কভুক্ত দেশগুলি নামের বর্ণানুক্রম অনুযায়ী সম্মেলনের আয়োজকের ভূমিকা পালন করে থাকে। ২০১৬ সালের ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক সম্মেলন শুধু ভারতই বয়কট করেনি, বাংলাদেশ, ভূটান এবং আফগানিস্তানও সম্মেলনে যোগদান করতে অস্বীকৃত হয়।

Read the Full Story in English

SAARC
Advertisment