Advertisment

‘দিদির কি মিহিদানা পছন্দ নয়? এত তিক্ততা কেন দিদি?’ বর্ধমানে খোঁচা মোদীর

মাত্র চার দফা ভোট হয়েছে বাংলায়। এর মধ্যেই তৃণমূল সাফ হয়ে গেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক্সপ্রেস ফটো শশী ঘোষ।

সোমবার বর্ধমানে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনও ‘দিদি, ওহ দিদি ডাকে’ সভার সুর বেঁধে দেন তিনি। কটাক্ষের সুরে বলেন, 'বর্ধমানের দুটি জিনিস প্রসিদ্ধ। চাল আর মিহিদানা। বর্ধমানের সব কিছুতেই মিষ্টত্ব আছে। কিন্তু দিদি কি মিহিদানা পছন্দ করেন না? নাহলে দিদির মধ্যে এত তিক্ততা কেন? দিদি আসলে বুঝতে পারছেন, হার নিশ্চিত। আপনাকে রাগ দেখাতে হবে তো, তাহলে মোদির উপর দেখান। আপনি গালি দিতে চান, তাহলে মোদিকে দিন। কিন্তু দিদি শুনে রাখুন, বাংলার গর্ব, বাংলার পরিচিতিকে অপমান করবেন না। আপনার এই অহংকার বাংলার মানুষ আর সহ্য করবে না।'

Advertisment

এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। মোদির খোঁচা, ' যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আর ফেরেনি, সে রকম দিদি আপনিও যে এবার চলে যাবেন, আর ফিরবেন না। দিদির পুরো দলকে মাঠছাড়া করেছে বাংলার মানুষ।'

এদিন শুরু থেকেই BJP-র জেতা নিয়ে চূড়ান্ত 'আত্মবিশ্বাসী' ছিলেন মোদি। তিনি দাবি করেন, 'মাত্র চার দফা ভোট হয়েছে বাংলায়। এর মধ্যেই তৃণমূল সাফ হয়ে গেছে। দিদি আপনাদের সঙ্গে খেলার কথা বলেছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। দিদিকে নন্দীগ্রামের মানুষই ক্লিন বোল্ড করে দিয়েছে। প্রথম চার দফাতেই বিজেপির সিটের সেঞ্চুরি হয়ে গিয়েছে।' এর আগে প্রথম তিন দফার ভোটের পর অমিত শাহ দাবি করেছিলেন, ৬৮-৭০টি আসন পেয়ে গিয়েছে বিজেপি

এদিন মোদীর প্রশ্ন, ‘আর কত বাংলার মানুষের শোষন করবেন? আর কত কাটমানি নেবেন বাংলার মানুষের থেকে? নেতাদের বড় বড় ঘর, গাড়ি, আর বাংলার মানুষ বঞ্চিত হবে না। বাংলার মানুষকে আর লুঠ করতে দেওয়া হবে না। বাংলার বিজেপি সরকার আসল পরিবর্তন নিয়ে আসবে।'

Mamata Banerjee burdwan Bengal Poll 2021 narendra modi
Advertisment