লোকসভা ভোটের আগে বড় চমক কংগ্রেস শিবিরে। অবশেষে রাজনীতিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশ পূর্বের সাধারণ সম্পাদক হিসেবে বুধবার নিযুক্ত করা হল সোনিয়া কন্যাকে। উনিশের ভোটের লড়াইয়ের আগে প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল।
উত্তরপ্রদেশ পূর্বের কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে বুধবার নিযুক্ত করা হল সোনিয়া কন্যাকে।
আরও পড়ুন, নজরে লোকসভা ভোট, এ মাসেই আমেঠি ও রায়বরেলি সফর রাহুল-সোনিয়ার
সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে এবার প্রিয়াঙ্কা ভোটে লড়তে পারেন বলেও জল্পনা ছড়ায়। এদিন প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদানের পরই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রায়বরেলি থেকে ভোটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী? সূত্র মারফৎ জানা গিয়েছে, এবারের ভোটে রায়বরেলি থেকে লড়তে পারেন সোনিয়া কন্যা।
উল্লেখ্য, এদিনই দু’দিনের সফরে রায়বরেলি যাচ্ছেন ইউপিএ চেয়ারপার্সন। শারীরিক সমস্যার জন্য গত ৫ বছরে রায়বরেলিতে তেমন ভাবে যেতে পারেননি সোনিয়া। প্রায় দেড় বছর আগে শেষবার রায়বরেলি গিয়েছিলেন মিসেস গান্ধী।
Many congratulations to Shri K C Venugopal, Smt. Priyanka Gandhi Vadra and Shri @JM_Scindia on their new appointments. We're fired up & ready to go! https://t.co/q7sMB8m6DO
— Congress (@INCIndia) January 23, 2019
প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘‘আমার বোন খুবই দক্ষ। ও আমার সঙ্গেই কাজ করবে। ব্যক্তিগত ভাবে আমি খুবই খুশি।’’ রাহুল আরও বলেছেন, ‘‘উত্তরপ্রদেশের রাজনীতিতে দল তরুণ নেতা চেয়েছিল।’’
অন্যদিকে, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে কটাক্ষের সুরে বিজেপি মুখপাত্র বলেছেন, ‘‘প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান আসলে একজন নেতা হিসেবে রাহুলের ব্যর্থতা।’’ তাঁর কথায়, বিরোধী জোটে সকলকে একসঙ্গে নিয়ে চলতে রাহুল ব্যর্থ হচ্ছেন। এদিন কংগ্রেসকে বিঁধে ওই নেতা আরও বলেছেন, ‘‘কংগ্রেস পরিবারতন্ত্রের রাজনীতিই করছে। ওরা পরিবারকে দল হিসেবে ভাবে, আর বিজেপি দলকে পরিবার হিসেবে ভাবে।’’
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে কংগ্রেসকে ছাড়াই একে অপরের হাত ধরেছে সপা-বসপা। সে রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধীরা। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রধান হিসেবে প্রিয়াঙ্কার অভিষেক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের। পূর্ব উত্তরপ্রদেশের ৩০টি কেন্দ্রের দায়িত্ব বর্তেছে প্রিয়াঙ্কার কাঁধে। যে কেন্দ্রগুলির মধ্যে রয়েছে মোদীর বারাণসী ও যোগী আদিত্যনাথের গোরক্ষপুর কেন্দ্র।
Read the full story in English