Advertisment

ভাইয়ের কঠিন সময়ে পাশে বোন, রাহুলের হয়ে জোরালো সওয়াল, পদ্মশিবিরকে তুলোধোনা প্রিয়াঙ্কার

বিরাট ধাক্কা রাহুলের

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi,Rahul Gandhi disqualified from Lok Sabha,Rahul Gandhi defamation case,Rahul Gandhi defamation case latest updates,Rahul Gandhi defamation case live,Congress

বিরাট ধাক্কা রাহুলের, পাশে বোন প্রিয়াঙ্কা

বিরাট ধাক্কা রাহুলের, আর সাংসদ নন কংগ্রেস নেতা, সদস্যপদ খারিজ করে দিলেন লোকসভার স্পিকার। এদিকে রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “সত্যি কথা বলার জন্য রাহুল গান্ধীকে শাস্তি দেওয়া হয়েছে। রাহুল ওবিসি সমাজ অর্থাৎ অনগ্রসর শ্রেণীকে অপমান করেননি। ” রাহুল গান্ধীকে এখন উচ্চ আদালতে সুরাট আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করতে হবে। সুরাটের আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করার একদিন পরে, লোকসভা সচিবালয় একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে ২৩ শে মার্চ, ২০২৩ থেকে ওয়েনাডের সাংসদের লোকসভা সদস্যপদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ২০১৯ লোকসভা নির্বাচনের "মোদী" পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানির মামলায় সুরাটের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisment

কী রায় দিল সুরাট আদালত?

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯ সালের একটি মানহানির মামলায় গান্ধীকে দোষী সাব্যস্ত করেন। 'কেন সব চোরদের পদবী মোদী' মন্তব্যের জন্য, এবং তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দৌড়ে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে এই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। যার জেরেই ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাটের এই আদালত। এর পর আদালত ১৫হাজার টাকার ব্যক্তিগত বণ্ডে রাহুল গান্ধীর জামিনও মঞ্জুর করে এবং তাকে আপিল করার অনুমতি দেওয়ার জন্য ৩০ দিনের জন্য রাহুলের সাজার ওপর স্থগিতাদেশ জারি করে আদালত।


সাংসদপদ বাতিলের পরই বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা টুইট করেছেন, "নীরব মোদী্র কেলেঙ্কারির পরিমাণ ১৪ হাজার কোটি টাকা, ললিত মোদী কেলেঙ্কারির পরিমাণ ৪২৫ কোটি, মেহুল চোকসি আর্থিক কেলেঙ্কারির পরিমাণ ১৩,৫০০ কোটি টাকা, যারা দেশের টাকা লুট করেছে, কেন তাদের পাশে রয়েছে বিজেপি? কেন তদন্তের ভয়ে তা থেকে পালিয়ে বেড়াচ্ছে বিজেপি? যারা এই নিয়ে প্রশ্ন তুলছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, তাহলে বিজেপি কি দুর্নীতিবাজদের সমর্থন করে?" এর আগে রাহুল গান্ধীকে সাজা দেওয়ার বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে- "আমার ভাই কখনও ভয় পায় না, ভয় পাবে না। সত্য,সত্য কথা বলতে থাকবেন। দেশের মানুষের কণ্ঠস্বর তুলবেন। সত্যের শক্তি ও কোটি দেশবাসীর ভালোবাসা তার সঙ্গে আছে"।

rahul gandhi Priyanka Gandhi
Advertisment