নারী সুরক্ষা ইস্য়ুতে আবারও যোগী সরকারকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্য়ে যে হারে মহিলাদের উপর অপরাধের ঘটনা ঘটছে, তাতে যোগী আদিত্য়নাথের ‘মিশন শক্তি’ প্রকল্প কতটা সফল হয়েছে, সে নিয়ে কি উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর কোনও জবাব রয়েছে, প্রশ্ন তুলেছেন সোনিয়া-কন্য়া।
উল্লেখ্য়, নারীদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে গত মাসে ‘মিশন শক্তি’ কর্মসূচির সূচনা করেন যোগী আদিত্য়নাথ। নারীদের উপর যারা অত্য়াচার চালাবে, তাদের কড়া হাতে দমন করা হবে বলে বার্তা দেন যোগী।
যোগী সরকারকে আক্রমণ করে হিন্দিতে লেখা টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, ‘‘মুখ্য়মন্ত্রী কি উত্তরপ্রদেশের ভাইদের বলবেন, তাঁর মিশন শক্তি কতটা সফল হয়েছে?’’
আরও পড়ুন: ভয়ঙ্কর! তন্ত্রসাধনা করতে ধর্ষণ-খুনের পর শিশুকন্য়ার লিভার কাটল অভিযুক্তরা
প্রিয়াঙ্কার আরও সংযোজন, ‘‘কারণ, সংবাদমাধ্য়মে উত্তরপ্রদেশে নারী নির্যাতনের যে ঘটনা সামনে আসছে, তাতে সে রাজ্য়ে নারীরা মোটেই সুরক্ষিত নন। অনেক জায়গায়, নাবালিকারা আত্মহত্য়া করছে, কারণ তাদের আর্জি শোনা হচ্ছে না’’।
প্রসঙ্গত, এর আগেও রাজ্য়ের আইনশৃঙ্খলা ও নারী সুরক্ষা ইস্য়ুতে যোগী সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে কংগ্রেসকে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন