প্রিয়াঙ্কা গান্ধীর জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তায় বড়সড় গলদ ধরা পড়েছে। গত ২৬ নভেম্বর আচমকা প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে গাড়ি নিয়ে ঢুকে পড়ে অজ্ঞাত পরিচয়ের বেশ কযেকন যুবক যুবতী। কংগ্রেস সাধারণ সম্পাদিকার সঙ্গে ছবিও তুলতে চায় তারা। সোমবারই সেই খবর প্রকাশ্যে আনে কংগ্রেস। তার ২৪ ঘন্টা কাটতে না 'সুরক্ষা' ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা। তাঁর অভিযোগ, 'দেশবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। প্রত্যেক নাগরিকের সুরক্ষার সঙ্গে আপোস করা হচ্ছে।'
দিন কয়েক আগেই গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে জেড ক্যাগরির নিরাপত্তা পেয়ে থাকেন তারা। প্রিয়াঙ্কা গান্ধী বঢরার জন্যও রয়েছে জেড ক্যাগরির নিরাপত্তা। কিন্তু, নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে গত ২৬ নভেম্বর বঢরাদের লোদি এস্টেটের বাড়িতে বেশ কয়েকজন যুবক যুবতী ঢুকে পড়ে। তারা প্রিয়াঙ্কার সঙ্গে ছবি তোলার আর্জি জানান। বিষয়টি জানাজানি হতেই নিরাপত্তা কর্মীরা ওই যুবক-যুবতীদের বাইরে বের করে দেন। কিন্তু, কীভাবে কড়া নজর এড়িয়ে আচমকা হেভিওয়েটের বাড়ির মধ্যে প্রবেশ করল তারা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সোমবারই ওই ঘটনার কথা জানায় কংগ্রেস।
মঙ্গলবার নিরাপত্তা লংঘনের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন রবার্ট বঢরা। জানান, 'এটা প্রিয়াঙ্কা, তাঁর বা তাদের সন্তান, এমনকি গান্ধী পরিবারের সুরক্ষার বিষয় নয়। এটা দেশবাসী, বিশেষ করে দেশের মহিলাদের নিরাপত্তার বিষয়। তারা নিরাপদে থাকুন।' তিনি জানান, 'প্রত্যেক দেশবাসীর নিরাপত্তার দায়িত্ব সরকারের।'
আরও পড়ুন: আর্থিক দুর্নীতির মামলায় ফের আগাম জামিন রবার্ট বঢরার
সম্প্রতি হায়দরাবাদে ধর্ষণ করে খুন করা হয়েছে ২৬ বছরের এক পশু চিকিৎসককে। নৃশংস এই হত্যা দেশজুড়ে আলোড়ন ফেলেছে। প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে নানা মহলে। এই বিক্ষেভের আঁচ সোমবারই দেখা গিয়েছে সংসদে। মহিলাদের উপর পাশবিক অত্য়াচার রুখতে ও ধর্ষকদের কড়া শাস্তির বিধানে সরকার কড়া আইন আনতে প্রস্তুত বলে সংসদে জানিয়েছেন রাজনাথ সিং।
দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রবার্ট বলেন, 'গোটা দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করা হচ্ছে। মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ করা হচ্ছে। আমরা কী সমাজ তৈরি করছি।' সরকারকে নিশানা করে তাঁর প্রশ্ন, 'আমরা যদি নিজেদের দেশে, বাড়িতে, রাস্তায়, দিনে-রাতে সুরক্ষিত না থাকি, তবে কোথায়, কখন সুরক্ষিত থাকব?'
প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা সরানো নিয়ে উত্তাল হয়েছিল সংসদ। এর ফলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কার জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করেছিলেন কংগ্রেস সাংসদরা। লোকসভায় দাঁড়িয়ে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। আশঙ্কা প্রকাশ করেছিলেন গান্ধী পরিবারের নিরাপত্তা নিয়ে।
Read the full story in English