রবিবার ভবানীপুর উপনির্বাচনের ফলপ্রকাশ। ভবানীপুরে ভোট পরবর্তী হিংসার আশঙ্কা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। এই আশঙ্কাতেই ভোটের ফল প্রকাশের আগের রাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি লিখলেন প্রিয়াঙ্কা। ভবানীপুরে ভোট পরবর্তী হিংসা রুখতে উপযুক্ত পদক্ষেপের আবেদন জানান বিজেপি প্রার্থী। ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার, ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল ও থানার ওসিদের।
ভোটের ফল প্রকাশের আগের রাতেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি ভবানীপুরের বিজেপি প্রার্থীর। চিঠিতে ঠিক কী আশঙ্কা প্রকাশ করেন প্রিয়াঙ্কা? তিনি লিখেছেন, একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাস হয়েছে। ভবানীপুরের ক্ষেত্রেও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেব্যাপারে ব্যবস্থা নিতেই আবেদন জানিয়েছেন প্রিায়াঙ্কা টিব্রেওয়াল। উল্লেখ্য, বিজেপির হয়ে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা লড়েন দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপে তাঁর ভূমিকা অন্যতম।
এহেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছিল বিজেপি। ভবানীপুরে ভোটের দিন সেখানকার মাটি আঁকড়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ভোটের সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছিলেন তিনি। বিভিন্ন সময় পুলিশের সঙ্গেও বচসায় জড়াতে দেখা গিয়েছে তাঁকে। এবার ভোটের ফল প্রকাশের ঠিক আগের রাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও রাজ্যপালকে চিঠি প্রিয়াঙ্কার। ভবানীপুরে ভোটের ফল পরবর্তী সন্ত্রাস রুখতে আবেদন বিজেপি প্রার্থীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন