বান্দিপুর টাইগার রিজার্ভে প্রধানমন্ত্রী মোদীর সফরকে ‘প্রহসন’ বলে কটাক্ষ কংগ্রেসের। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন মোদীর সফরকে কটাক্ষ ছুঁড়ে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী আজ যে প্রোজেক্ট টাইগারের কৃতিত্ব নিচ্ছেন তা ৫০ বছর আগেই তৈরি হয়েছিল’।
রবিবার (৯ এপ্রিল) কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে বন্দিপুর টাইগার রিজার্ভ-এ এসেছেন প্রধানমন্ত্রী মোদী। এ নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যে প্রধানমন্ত্রী সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন, কিন্তু বাস্তবটা একেবারেই বিপরীত।
জয়রাম রমেশ এক ট্যুইট বার্তায় লিখেছেন, "আজ প্রধানমন্ত্রী ৫০ বছর আগে বান্দিপুরে চালু হওয়া প্রজেক্ট টাইগারের কৃতিত্ব নিতে বান্দিপুর টাইগার রিজার্ভ সফরে এসেছেন। পরিবেশ, বন, বন্যপ্রাণী এবং বনাঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সুরক্ষার জন্য প্রণীত সমস্ত আইন ভেঙে ফেলা হচ্ছে। তিনি সংবাদ শিরোনামে আসতেই পারেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত”।
রবিবার সকালে বান্দিপুর টাইগার রিজার্ভে যাওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদীর একটি ছবি প্রকাশিত হয়েছিল, যাতে মোদীকে একটি কালো টুপি, খাকি প্যান্ট, প্রিন্ট করা টি-শার্ট এবং একটি অ্যাডভেঞ্চার স্লিভলেস জ্যাকেট সহ কালো জুতা পরা অবস্থায় দেখা যায়।
প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে মাইসুরুতে একটি মেগা ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে, নতুন বাঘ সুমারির পরিসংখ্যান প্রকাশের পাশাপাশি, তিনি টাইগার রিজার্ভের অধিকর্তাদের সঙ্গেও তাঁর মত বিনিময় করবেন।
প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণ’ অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি ব্যাঘ্র সংরক্ষণ ব্যবস্থাপনার পঞ্চম চক্রের সংক্ষিপ্ত প্রতিবেদনও প্রকাশ করবেন। প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী মোদীর সময়সূচী অনুসারে, তিনি সকাল ১১টায় বাঘ সুমারির তথ্য প্রকাশ করবেন। শনিবারই মহীশূরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। কিছুক্ষণের মধ্যেই বান্দিপুর টাইগার রিজার্ভে পৌঁছবেন প্রধানমন্ত্রী, বাঘের সংখ্যা প্রকাশ করবেন তিনি।
অন্যদিকে সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। বাঘ সুমারিতে সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে সুন্দরবনে ১৫০টি-র মত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। যদিও চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। দেশের যে ১৭টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের CAITS আন্তর্জাতিক স্বীকৃতি আছে তার মঘ্যে সুন্দরবন একটি প্রসঙ্গত, ২০১৮সালের সুমারিতে দেখা গিয়েছিল ভারতে মোট ২ হাজার ৯৬৭টি বাঘ রয়েছে। যেটা ২০০৬-তে ছিল মাত্র ১৪১১টি। এবার ২০২৩-এ সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছায় সেটাই দেখার। প্রধানমন্ত্রী মোদী আজ ৯ এপ্রিল বান্দিপুর এবং মুদুমলাল টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন। একই সঙ্গে প্রোজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি আজ দেশে বাঘের সংখ্যার পরিসংখ্যানও প্রকাশ করবেন।
ভারতে বর্তমানে বাঘের সংখ্যা প্রায় তিন হাজার। কর্মকর্তাদের মতে, প্রতি বছর ছয় শতাংশ হারে বাঘের সংখ্যা বাড়ছে। প্রজেক্ট টাইগারের বাঘেদের সংরক্ষণের জন্য ১৯৭৩ সালে চালু করা হয়েছিল। এর আওতায় বাঘ সংরক্ষণ করা হয়। প্রাথমিক পর্যায়ে ১৮২৭৮ বর্গ কিমি জুড়ে নয়টি বাঘ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল এই প্রকল্পের অধীনে। এখন ৭৫০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৫৩ টি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে।