Advertisment

পুলওয়ামা হামলা: "অজিত দোভালকে জেরা করলেই সত্য বেরিয়ে পড়বে"

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান আরও বলেন, পুলওয়ামা হামলায় যে ৪০ জন জওয়ান মারা গিয়েছেন, তাঁরা সকলেই "রাজনীতির শিকার"। তিনি বলেন, "সব সরকারই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, কিন্তু মোদী সরকারের আমলে এ জিনিস বেশি ঘটছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NSA Ajit Doval Should questioned about Pulwama Attack

রাজ ঠাকরে (ফাইল)

পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানরা রাজনীতির শিকার, বললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জিজ্ঞাসাবাদ করলে পুলওয়ামা নিয়ে আসল তথ্য বেরিয়ে আসবে, বিস্ফোরক এই মন্তব্যও করেছেন তিনি।

Advertisment

মহারাষ্ট্রের কোলাপুরে ঠাকরে বলেন, "জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে যদি জেরা করা হয়, তাহলে পুলওয়ামার জঙ্গি হামলার পিছনের আসল সত্য প্রকাশিত হয়ে পড়বে।"

রাজ ঠাকরে বলেছেন, "পুলওয়ামায় যখন হামলা চলছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেট জাতীয় উদ্যানে ফিল্মের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। হামলার খবর প্রকাশিত হওয়ার পরেও সে শুটিং বন্ধ হয়নি।" প্রসঙ্গত, এই একই অভিযোগ এর আগে তুলেছে কংগ্রেসও।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান আরও বলেন, পুলওয়ামা হামলায় যে ৪০ জন জওয়ান মারা গিয়েছেন, তাঁরা সকলেই "রাজনীতির শিকার"। তিনি বলেন, "সব সরকারই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, কিন্তু মোদী সরকারের আমলে এ জিনিস বেশি ঘটছে।"

আরও পড়ুন, পুলওয়ামার পর: যুদ্ধের ক্ষতচিহ্ন ভারত-পাক সীমান্তের শেষ গ্রামে

এ ব্যাপারে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপির মুখপাত্র মাধব ভাণ্ডারী বলেন, "রাজ ঠাকরে নিজের গোটা রাজনৈতিক জীবন ধরে অপরকে নকল করে আসছেন। এখন তিনি দোভালের বিরুদ্ধে অভিযোগ এনে রাহুল গান্ধীর নকল করছেন।"

শুধু কংগ্রেসই অবশ্য নয়, পুলওয়ামা হামলা প্রসঙ্গে অজিত দোভালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলওয়ামার ঘটনাকে গোয়েন্দা ব্যর্থতা বলে উল্লেখ করে বলেছেন, "ঠিক কী ঘটেছিল তা জানার অধিকার আছে আমাদের। কী করছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা?"

Advertisment