মুখে এক, কাজে আরেক। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন বারংবার প্রশ্ন তুলছেন গেরুয়া দলের নেতারা, ঠিক তখনই ‘দুয়ারে সরকার’ শিবিরে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর ভাই-ভাইপো।
এর আগে ঝাড়গ্রামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ভায়ের স্ত্রীকেও লাইনে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করাতে দেখা যায়। তারপর মেদিনীপুরের সাংসদ বলেছিলেন, 'আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।' কিন্তু প্রশ্ন তুলে তার মন্তব্য ছিল, 'কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে?'
এবার পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর খুড়তুতো ভাই কৃত্তিবাস মাহাতো ও ভাইপো পরমেশ্বর লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন। এ প্রসঙ্গে কৃত্তিবাস মাহাতো বলেন, 'কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হব? আমরা সবাই কার্ড করিয়েছি।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন