তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই অভিযোগের পর থেকে রাজনৈতিক উত্তাপ তীব্র হয়েছে। মহুয়া ও নিশিকান্তের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের ধারা অব্যাহত রয়েছে।
‘ভুয়ো ডিগ্রির’ বক্তব্য নিয়ে মহুয়াকে আরও একবার কোণঠাসা করেছেন নিশিকান্ত। তিনি বলেন, যে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন তার ডিগ্রি বা আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ নয়, মহুয়া মৈত্র অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিলেন কি না! দুবে আরও বলেন, ‘মহুয়া তার বিবেককে মাত্র কয়েক টাকার জন্য বিক্রি করেছেন’। সোশ্যাল মিডিয়া এক্স-এ মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, প্রশ্ন উঠছে সংসদের মর্যাদা, ভারতের নিরাপত্তা এবং অভিযুক্ত সাংসদের দুর্নীতি ও অপরাধপ্রবণতা নিয়ে। তিনি আরও লিখেছেন, আপনাকে উত্তর দিতে হবে দুবাইতে এনআইসি মেইল খোলা আছে কি না? টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তুলেছেন কিনা? বিদেশ ভ্রমণের খরচ কে বহন করে? আপনি কি কখনও @loksabhaspeaker এবং @MEAIindia থেকে বিদেশ যাওয়ার অনুমতি নিয়েছেন কি না? প্রশ্ন আদানি, ডিগ্রি নিয়ে নয়, দেশকে বিভ্রান্ত করতে আপনাদের দুর্নীতি নিয়ে” ।
সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায়। লক্ষণীয় যে এই বিষয়ে কয়েকদিন আগে মহুয়া মৈত্রের কাছে উত্তর চেয়েছিল দল। এ ছাড়া দলের একজন সিনিয়র নেতা বলেন, সংসদের এথিক্স কমিটির রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে দল কী পদক্ষেপ নেবে তা ঠিক করা হবে। বিশেষ বিষয় হল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বহুদিন ধরেই টিএমসি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল। এদিকে দলের সিনিয়র নেতা অমিত মালব্য মহুয়া মৈত্র সম্পর্কে এক্স-এ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে ছেড়ে চলে গেছেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে রক্ষা করবেন না। অনেক টিএমসি নেতা গুরুতর দুর্নীতি এবং অপরাধমূলক অভিযোগে জেলে রয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সকল প্রশ্নে নীরবতা বজায় রেখেছেন'।
ব্যবসায়ী দর্শন হিরানন্দানির হলফনামার পরে, মহুয়া মৈত্রও 'এক্স'-এ পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে হিরানন্দানিকে চাপ দিয়ে এই হলফনামা লেখানো হয়েছে। মহুয়া মৈত্র লিখেছেন যে হিরানন্দানির এই হলফনামাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তৈরি করা হয়েছে। মহুয়া আরও বলেছিলেন যে এটি একটি সাধারণ কাগজে লেখা এবং হিরানন্দানি স্বাক্ষরিত। হিরানন্দানিকে সিবিআই, কোনও তদন্তকারী সংস্থা বা সংসদীয় নীতিশাস্ত্র কমিটি তলব করেনি। এই হলফনামাটি মিডিয়ার একটি নির্বাচিত অংশে ফাঁস হয়েছে।" মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলার ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন এই অভিযোগগুলির তদন্তের দাবিতে।
উল্লেখ্য আদানি ইস্যু নিয়ে সংসদে প্রশ্ন করতে ব্যবসায়ীর কাছ থেকে নগদ দু কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এমন অভিযোগ সামনে আসতেই বিজেপি নেতা নিশিকান্ত দুবের শিক্ষাগত যোগ্যতার নথি জাল করার অভিযোগের তদন্ত কেন হচ্ছে না সেই নিয়ে সরব হন মহুয়া মৈত্র। পাশাপাশি তিনি আরও দাবি করেন, গত বছর ঝাড়খণ্ডের বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমে ঢুকে গুন্ডামির অভিযোগ উঠেছিল নিশিকান্ত দুবের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রক ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কবে সেই তদন্ত করবে সেই প্রশ্নও তোলেন টিএমসি সাংসদ।