/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/Mahua-Moitra.jpg)
মহুয়া মৈত্র। ফাইল ছবি
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যদের লোকসভা অধিবেশন চলাকালীন "অসংসদীয় ভাষা" ব্যবহার করার বিষয়ে তাঁকে প্রশ্ন করায় কটাক্ষ করেছেন। সংসদের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় মহুয়া মৈত্র বলেন, "আমি খুবই অবাক হয়েছি যে বিজেপি আমাদের সংসদীয় শিষ্টাচার শেখাচ্ছে।"
প্রসঙ্গত, মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন নিম্নকক্ষে একটি 'আপত্তিকর' শব্দ ব্যবহার করার জন্য ক্ষমতাসীন বিজেপির সদস্যরা হট্টগোল করেন এবং মহুয়ার কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানান। টিডিপি নেতা কে রাম মোহন নায়ডুর বক্তৃতার মধ্যে তৃণমূল নেত্রী লোকসভায় উপস্থিত বিজেপি সাংসদের একজনের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।
“যেটা আমার খুবই হাস্যকর লেগেছে তা হল বিজেপি বলছে যে আমি একজন মহিলা হয়ে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি কী ভাবে। আমার কি একজন পুরুষ হওয়া দরকার যে যাতে আক্রমণের পাল্টা তা ফিরিয়ে দিতে পারি? তার মানে লোকসভায় পিতৃতন্ত্র আছে…," তৃণমূল সাংসদ যোগ করেছেন যে লোকসভা অধিবেশনের চেয়ারপার্সন তাঁকে হেনস্তা হওয়ার মুখে সুরক্ষা দিতে ব্যর্থ কারণ দিল্লির এক প্রতিনিধি তাঁকে ক্রমাগত হেনস্তা করে যাচ্ছিলেন। সংসদে পাঁচবার চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
#WATCH | I'm surprised BJP is teaching us parliamentary etiquette. That representative from Delhi heckled me...I'll call an apple an apple, not an orange...if they'll take me to the privileges committee, I'll put my side of the story...: TMC MP Mahua Moitra on her language in LS pic.twitter.com/R8CMa5akGJ
— ANI (@ANI) February 8, 2023
আরও পড়ুন প্লাস্টিক বোতল থেকে তৈরি ‘জ্যাকেট’ গায়ে সংসদে মোদী, দাম শুনলে চমকে উঠবেন
মহুয়া বলেছেন, "আমি একটি আপেলকে আপেলই বলব, কমলালেবু নয়… যদি তাঁরা আমাকে বিশেষাধিকার কমিটিতে নিয়ে যায়, আমি আমার তরফে বক্তব্য রাখব…,"। তিনি আরও বলেছেন, যে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী, হরদীপ সিং পুরি রাজ্যসভায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য ডা. শান্তনু সেনকে "একদম আপত্তিকর শব্দ" বলেছেন। মহুয়ার দাবি, "এই প্রথমবার নয় যে সংসদে আপত্তিকর বা কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে।"