Advertisment

রাফালে চুক্তি: রাহুলের সঙ্গে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের যোগসাজশের অভিযোগ জেটলির

রাফালে বিষয়ে একটি ফেসবুক পোস্টও দিয়েছেন জেটলি। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি নিজের দেশে স্বার্থের সংঘাতজনিত প্রশ্নে অভিযুক্ত, সেখানে তিনি কীভাবে সে বিষয়ের প্রধান সাক্ষী হতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অর্থমন্ত্রী অরুণ জেটলি

রাফালে চুক্তি নিয়ে সরকারপক্ষের সমর্থনে নামলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাহুল গান্ধীর সঙ্গে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের যোগসাজশের ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য রাহুল গান্ধী রাফালে চুক্তি নিয়ে টুইট করার অব্যবহিত পরেই এ বিষয়ে ওলাঁদের মুখ খোলার বিষয়টি কাকতালীয় হতে পারে না। প্রসঙ্গত গত ২০ অগাস্ট রাফালে চুক্তি নিয়ে টুইট করেছিলেন রাহুল। তার একমাস পরে, ২১ সেপ্টেম্বর ওলাঁদ জানান, রাফালে চুক্তিতে অফসেট পার্টনার হিসেবে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেনস্- এর নাম প্রস্তাব করেছিল খোদ ভারত সরকার।

Advertisment

তবে নিজের বিবৃতির অব্যবহিত পরেই ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে ওলাঁদ বলেছেন, ভারতের তরফ থেকে রিলােয়ন্স ডিফেন্সের পক্ষে সওয়াল করা হয়েছিল কি না, সে নিয়ে তিনি জানেন না, এ ব্যাপারে ডসাল্ট সংস্থাই বলতে পারবে।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জেটলি, ওলাঁদ ও রাহুলের মধ্যে যোগাযোগের ইঙ্গিত দিয়ে একে ‘যুগলবন্দি’ আখ্যা দিয়ে বলেছেন, ‘‘আমার কাছে প্রমাণ নেই, কিন্তু মনে প্রশ্ন উঠছে।’’

আরও পড়ুন, প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই দুর্নীতিগ্রস্ত, বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

‘‘সত্যের দুটি মুখ থাকতে পারে না’’, মন্তব্য অরুণ জেটলির।

রাফালে বিষয়ে একটি ফেসবুক পোস্টও দিয়েছেন জেটলি। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি নিজের দেশে স্বার্থের সংঘাতজনিত প্রশ্নে অভিযুক্ত, সেখানে তিনি কীভাবে সে বিষয়ের প্রধান সাক্ষী হতে পারেন। জেটলি লিখেছেন, ‘‘প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করেছে সে দেশের সরকার এবং ডসাল্ট, পরের দিন তিনি নিজেই নিজের বক্তব্যের বিরোধিতা করেছেন।’’

রাফালে চুক্তি বাতিলের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে অরুণ জেটলি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, ‘‘ভারতে বিমানগুলি আসছে... ভারতের প্রতিরক্ষাবাহিনীর সেগুলি প্রয়োজন। ভারতের বিমানবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করেব এই বিমান... এটি একটি স্বচ্ছ সরকারি চুক্তি। মোদী সরকার ইতিহাসের স্বচ্ছতম সরকার এবং ২০০৪-১৪ সালের ইউপিএ সরকার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার... অভিযোগ এনে আপনারা কিচ্ছু প্রমাণ করতে পারেবেন না।’’

ওলাঁদের রাফাল নিয়ে বিবৃতি এ দেশে রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে। রাহুল গান্ধী সরসরি মোদীকে চোর আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ‘‘দেউলিয়া অনিল আম্বানিকে লক্ষ লক্ষ ডলারের চুক্তি ব্যক্তিগতভাবে পাইয়ে দিয়েছেন’’ এবং এ ভাবে ভারত তথা আমাদের সেনাবাহিনীর রক্তকে অসম্মান করেছেন।’’

rahul gandhi Rafale bjp PM Narendra Modi
Advertisment