Advertisment

রাফালে চুক্তিকে 'মোদী-আম্বানি জুটি' বলে আক্রমণ রাহুলের

"দাসোর সিইও বলেছিলেন অনিল  অম্বানির কাছে জমি ছিল, তাই হ্যালের বদলে তাঁকেই রাফালের বরাত দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সিইও-এর দেওয়া টাকাতেই জমি কিনেছিলেন অম্বানি।"

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

শুক্রবার রাফালে চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাফালে যুদ্ধবিমান চুক্তিকে 'মোদী-আম্বানি' জোট আখ্যা দিলেন রাহুল। ফরাসি সংস্থা দাসো (Dassault)-এর সিইও-র বিরুদ্ধেও মিথ্যে বলার অভিযোগ করেন রাহুল।

Advertisment

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ করেন, "এটা একেবারে খোলামেলা একটা ব্যাপার। খুব পরিষ্কার হয়ে গিয়েছে। একজনেরই বড়ো রকম দুর্নীতি রয়েছে রাফালে চুক্তির পেছনে।" সনিয়া পুত্র আরও বলেন, "দাসোর সিইও বলেছিলেন অনিল  অম্বানির কাছে জমি ছিল, তাই হ্যালের বদলে তাঁকেই রাফালের বরাত দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সিইও-এর দেওয়া টাকাতেই জমি কিনেছিলেন অম্বানি।"

আরও পড়ুন: #MeToo: এবার ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেন এম জে আকবর

আম্বানির সংস্থা 'রিলায়েন্স ডিফেন্স' কে ২৮৪ কোটি টাকা দিয়েছিল দাসো, এমন দাবি করে রাহুল বলেন, "তদন্ত শুরু হওয়ার ভয়ে প্রধানমন্ত্রীর রাতে ঘুম হয় না।" এর আগে রাফালে চুক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী। এবারের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত নীরব তিনি।

এর আগে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈএর নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ রাফালে চুক্তির দাম সংক্রান্ত যাবতীয় তথ্য ১০ দিনের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেয় কেন্দ্রকে।

Read the full story in English

rahul gandhi
Advertisment