রাফাল’ই বাস্তিল ডে প্যারেডের টিকিট দিয়েছে মোদীকে, প্রধানমন্ত্রী মোদীকে ভয়ঙ্কর খোঁচা রাহুল গান্ধীর। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, বাস্তিল ডে প্যারেডে অংশ নিচ্ছেন মোদী, যেখানে দেশে মণিপুর জ্বলছে। ইইউ পার্লামেন্টে মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী একটি শব্দও বলেননি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুর পরিস্থিতি নিয়ে এবং ইউরোপীয় পার্লামেন্টে মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে আক্রমণ করে বলেছেন, এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি মোদী।
এর পাশাপাশি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি মোদীকে আক্রমণ করছেন।
টুইট বার্তায় দলের তরফে রাহুল গান্ধী বলেন, "মণিপুর জ্বলছে। ইইউ পার্লামেন্ট ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছে। অথচ প্রধানমন্ত্রী মোদী তা নিয়ে একটি কথাও বলেননি!” তিনি আরও বলেছেন, ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনার চ্যক্তিও মোদীকে বাস্তিল ডে প্যারেডে টিকিট দিয়েছে”।
অন্যদিকে জয়রাম রমেশ লিখেছেন, "আমরা চাঁদে যেতে পারি কিন্তু আমাদের দেশের মৌলিক সমস্যাগুলিকে আমরা মেটাতে পারছি না। তা মোকাবেলা করতে কেন্দ্র অক্ষম বা অনিচ্ছুক”।
বৃহস্পতিবার মণিপুর পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে গৃহীত পদক্ষেপকে ভারত "ঔপনিবেশিক মানসিকতার" প্রতিফলন হিসাবে বর্ণনা করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের হস্তক্ষেপ “অগ্রহণযোগ্য”।
মণিপুর প্রায় দু’মাস ধরে হিংসা অব্যাহত কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে। সরকার হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি।