Advertisment

রাফালে চুক্তিতে হ্যাল বাদ পড়েছিল কংগ্রেস আমলে: প্রতিরক্ষামন্ত্রী

এক আলোচনা চক্রে যোগ দিয়ে নির্মলা সীতারমণ বলেন, ‘‘উৎপাদন নিয়ে হ্যাল এবং ডসাল্ট মতৈক্যে পৌঁছতে পারেনি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লিতে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী (ছবি- প্রেমনাথ পাণ্ডে)

কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনির অভিযোগ ছিল, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী। তার উত্তর দিতে গিয়ে নির্মলা সীতারমণ বলেছেন, জাতীয় এই সংস্থাটিকে রাফালে চুক্তি থেকে বাদ দিয়েছিল খোদ কংগ্রেস সরকার। তিনি বলেন, হ্যাল এবং রাফালে প্রস্তুতকারী সংস্থা ডসাল্ট অ্যাভিয়েশন উৎপাদন নিয়ে মতৈক্যে না পৌঁছতে পারায় কংগ্রেস সরকারই হ্যালকে চুক্তি থেকে বাদ দিয়েছিল।

Advertisment

মহিলা সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা চক্রে যোগ দিয়ে নির্মলা সীতারমণ বলেন, ‘‘উৎপাদন নিয়ে হ্যাল এবং ডসাল্ট মতৈক্যে পৌঁছতে পারেনি। এর থেকেই কি স্পষ্ট হচ্ছে না যে হ্যাল-এর সঙ্গে কারা যেতে চায়নি এবং কোন সরকারের আমলে এ জিনিস ঘটেছে?’’

আরও পড়ুন, নোটবন্দিতে সবচেয়ে বেশি টাকার লেনদেনের ব্যাঙ্কের কর্মকর্তারা বিজেপি- এনসিপি- কংগ্রেস-শিবসেনার পদাধিকারী

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে সরিয়ে অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীকে এই চুক্তিতে জায়গা দেওয়া হয়েছিল আম্বানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্যের কারণে।

Advertisment

এর আগে নির্মলা সীতারামণ বলেছিলেন, ভারতে জেট প্রস্তুত করার ক্ষমতা হ্যালের নেই। সে নিয়ে এদিন নির্মলা সীতারমণকে এক হাত নেন অ্যান্টনি। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘উনি হ্যালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। হ্যাল একমাত্র কোম্পানি যারা ভারতে যুদ্ধ বিমান তৈরি করতে পারে। নিজের মন্ত্রকের অধীনে থাকা সরকারি সংস্থাকে ছোট করার পিছনে ওঁর কী উদ্দেশ্য রয়েছে তা আমরা জানি না।’’

পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগদান নিয়ে যে বিতর্ক উঠেছে সে নিয়ে নির্মলা সীতারমণ বলেন, পাকিস্তানের সেনাপ্রধানকে সিধু আলিঙ্গন করার ঘটনায় দেশের সেনাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তিনি বলেছেন, সিধুর বহু গুণমুগ্ধ রয়েছেন,... ওঁর মাপের একজন মানুষের ওখানে যাওয়া, তার ওপর সেখানকার সেনা প্রধানকে আলিঙ্গন করা, যে সেনা সম্পর্কে আমাদের খুব স্পষ্ট মনোভাব রয়েছে, এ ঘটনায় সেনাদের উপর নিশ্চিত ভাবেই প্রভাব পড়েছে। আমার মনে হয় সিধু আলিঙ্গন এড়িয়ে যেতে পারতেন।’’

সিধুর দাবি, পাক সেনাপ্রধান তাঁকে জানান পাক সরকার পাঞ্জাবের শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর করিডোর যাতে খুলে দেওয়া যায় সে ব্যাপারে এগিয়ে আসছে। সে কথা শোনার পরেই সেনাপ্রধানকে আলিঙ্গন করেন তিনি।

Mukesh Ambani Rafale
Advertisment