সোমবার লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল ট্রান্সজেন্ডার বিল। অন্যদিকে রাফালে নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
এর আগে লোকসভায় কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একই ইস্যুতে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে। রাজ্যসভাতেও স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনার জন্য নোটিস দেওয়া হয়। রাফালে চুক্তি নিয়ে সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টকে ভুল তথ্য দেওয়ার জন্যই এই নোটিস দেওয়া হয়েছিল। যুদ্ধবিমান ইস্যুতে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের মধ্যে তুমুল বিতণ্ডার জেরে লোকসভার অধিবেশন প্রায় ৫০ মিনিট মুলতুবি থাকে।
আরও পড়ুন, ২০১৯-এ প্রধানমন্ত্রী হিসেবে রাহুলেই আস্থা, স্টালিনের মন্তব্যে বিস্মিত বিরোধীরা
আজ লোকসভায় ট্রান্সজেন্ডার বিল ও তিন তালাক বিল পেশ করা হয়। দুটি বিলেরই বিরুদ্ধাচরণ করেন কংগ্রেন সাংসদ শশী থারুর। ট্রান্সজেন্ডার বিল নিয়ে তিনি বলেন, “রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত করতে গেলে তাঁদের পরিচয় অনুমোদন করা জরুরি।“ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও বলেন এই বিলের ব্যাপারে তাড়াহুড়ো করা হয়েছে। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের বিরুদ্ধে ঘটে চলা বৈষম্য ঘোচাতে এবং তাঁদের সামাজিক ন্যা দিতে এই বিলের খশড়া নতুন করে বানানো উচিত।
সোমবার লোকসভায় তিন তালাক বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। ব্যাপক বিক্ষোভের মধ্যে এই বিল পেশ করা হয়। শশী থারুর এই বিলেরও বিরোধিতা করেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে এই বিলে টার্গেট করা হয়েছে এবং বিলটিতে সংবিধানের বেশ কিছু ধারা খণ্ডিত হয়েছে।