নিজের বেডরুমের রাফালের ফাইল রেখেছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। একটি কথোপকথনের এই অডিও ফাইল প্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র সুরজ রনদীপওয়ালা। এরপরেই কংগ্রেস নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে মোদী সরকারের ওপর। তারা প্রশ্ন তুলেছে, এ কারণেই কি যৌথ সংসদীয় কমিটির তদন্তের নির্দেশ দিতে চাইছে না?
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা যে অডিও ক্লিপটি প্রকাশ করেছেন, তাতে বিশ্বজিৎ রাণে এবং অপর এক ব্যক্তির কথোপকথন রয়েছে বলে অভিযোগ। সেই কথোপকথনে রানেকে বলতে শোনা যাচ্ছে যে, গত সপ্তাহে গোয়া মন্ত্রিসভার বৈঠকে পারিক্কর তাঁকে বলেছেন, রাফালের সমস্ত নথি তাঁর কাছে রয়েছে।
পারিক্কর অবশ্য এ অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন তথ্য বিকৃতির এ এক মরিয়া প্রচেষ্টা। টুইট করে পারিক্কর বলেছেন, ”রাফাল নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের যে রায়, তাতে পার্টির মিথ্যাচার প্রকাশিত হয়ে যাওয়ার পরে তথ্য বিকৃতির মরিয়া চেষ্টা করছে কংগ্রেস।”
তবে অডিও ক্লিপে প্রকাশিত কণ্ঠস্বর যে রানেরই, তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। কথোপকথনে অংশগ্রহণকারী অপর ব্য়ক্তির পরিচয়ও অজ্ঞাত।
এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রানে বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছেন, এই অডিও ক্লিপটি ভুয়ো এবং এ বিষয়ে তাঁর সঙ্গে কখনও কারও কোনও কথা হয়নি।
বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এই অডিও কথোপকথনটি চালান সুরজেওয়ালা। অডিও ক্লিপ থেকে রানেকে উদ্ধৃত করেন তিনি, মুখ্যমন্ত্রী একটা দারুণ কথা বলেছেন, যে আমার কাছে নিজের বেডরুমে রাফালের সম কাগজপত্র রাখা আছে। তার মানে ওঁর কাছে মুক্তিপণ আছে। উনি বলেছেন, সমস্ত নথি আমার কাছে আছে। উনি দিল্লিতে কারও কাছে কিছু জানাতে চান কি না, আমি সে কথা বুঝতে পারিনি।”
এই অডিও ক্লিপটি চালানোর পরে সুরজেওয়ালা বলেন, পরিক্করের ফ্ল্যাটে কী গোপন নথি রয়েছে, সে নিয়ে জবাব দেওয়া উচিত প্রধানমন্ত্রীর।
সুরজেওয়ালার বক্তব্য, "এখন পরিষ্কার হয়ে গেল যে চৌকিদারই চোর। এবার প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। চৌকিদারের কুৎসিততম গোপন তথ্য এবার বেরিয়ে পড়ল। মোদী সরকার কী গোপন করছে... এ জন্যই কি যৌথ সংসদীয় কমিটির তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না?"
Read the Full Story in English