Advertisment

সমালোচনা করায় বিজেপির রোষে শিল্পপতি বাজাজ

অমিত শাহের আশ্বাসের কয়েক ঘন্টা পর থেকেই বাজাজকে নিশানা করেন ওই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ থেকে শুরু করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি, পিয়ুস গোয়েলরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাহুল বাজাজ

বিজেপির রোষে শিল্পপতি রাহুল বাজাজ। বাজাজ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী। বিজেপির আইটি সেল-ও সক্রিয় রাহুলের বিরোধিতায়।

Advertisment

শনিবারই ইকনমিক টাইমসের এক অনুষ্ঠানে শিল্পপতি রাহুল বাজাজ প্রশ্ন তুলে জানতে চান, 'মানুষের নির্ভয়ে মুখ খোলার স্বাধীনতা নেই কেন? গণপিটুনির বিরুদ্ধে কোনও কার্যকরী পদক্ষেপ কেন করা হচ্ছে না?' একই সঙ্গে সাংসদ প্রজ্ঞা ঠাকুরের গডসে বন্দনা নিয়েও সমালোচনা করেন বাজাজ গ্রুপের চেয়ারম্যান। দেশজুড়ে ভয়ের বাতাবরণের অভিযোগ তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব, ‘আমাদের এই বাতাবরণ শুধরে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।’

আরও পড়ুন: ‘সমালোচনা করতে লোকে ভয় পায়’, শাহের সামনেই তোপ রাহুল বাজাজের

অমিত শাহের আশ্বাসের কয়েক ঘন্টা পর থেকেই অবশ্য বাজাজকে নিশানা করেন ওই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ থেকে শুরু করে পিয়ুস গোয়েল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি-রা। শনিবার রাহুল বাজাজ বলেন, ‘খোলাখুলিভাবে আমাকে বলতেই হচ্ছে ইউপিএ দুই সরকারের আমলে যে কারও সমালোচনা করা যেত। কিন্তু, আপনাদের বিরুদ্ধে কিছু বলতে লোকে ভয় পায়। আপনারা কাজ করছেন, তা সত্ত্বেও মানুষ মনে করছেন সমালোচনা করলে সরকার খোলা মনে তা গ্রহণ করতে পারবে না।’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শিল্পপতি বাজাজের সমালোচনা করে টুইটে জানান, 'উত্তর চাওয়ার বদলে নজর কাড়তে এভাবে নিজের মনোভাব প্রকাশ জাতীয় স্বার্থকে আঘাত করতে পারে।'

আরেক মন্ত্রী হরদীপ সিং পুরি টুইটে পোস্ট করে জানান, 'পৃথিবীতে এমন অনেক সমাজ আছে যা ভয়ের দ্বারাই নিয়ন্ত্রিত। কিন্তু, যে সমাজে নাগরিকরা সরকারকে ভুয়ো বিবরণী দ্বারা বিঁধতে পারে তা ভয়ের দ্বারা পরিচালিত বলে শ্রেণিভুক্ত করা যায় না। এর দ্বারাই প্রমাণিত মতামত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র দেশে বজায় রয়েছে।'

পরে, মন্ত্রী পিয়ূস গোয়েল পোস্ট করে জানান, 'মানুষ ভয়ে রয়েছে, এই দাবি কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না।'

বিজেপি আইটি সেলের দায়িত্বাপ্রাপ্ত নেতা অমিত মালভ্য রাহুল বাজাজের সমালোচনা করতে বেশ কয়েকটি ভিডিও টুইট করেন। তাতে দেখা যাচ্ছে, ইউপিএ আমলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন বাজার গ্রুপের চেয়ারম্যান। কংগ্রেস সাংসদের প্রশংসাও করছেন বাজাজ। শিল্পপতির রাজনৈতিক যোগ নিয়ে খোঁচা দিয়ে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে কেন রাহুল বাজাজ দেশে ভয়ের বাতাবরণের অভিযোগ করেছেন।

Read the full story in English

bjp Nirmala Sitharaman
Advertisment