বিজেপির রোষে শিল্পপতি রাহুল বাজাজ। বাজাজ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী। বিজেপির আইটি সেল-ও সক্রিয় রাহুলের বিরোধিতায়।
শনিবারই ইকনমিক টাইমসের এক অনুষ্ঠানে শিল্পপতি রাহুল বাজাজ প্রশ্ন তুলে জানতে চান, 'মানুষের নির্ভয়ে মুখ খোলার স্বাধীনতা নেই কেন? গণপিটুনির বিরুদ্ধে কোনও কার্যকরী পদক্ষেপ কেন করা হচ্ছে না?' একই সঙ্গে সাংসদ প্রজ্ঞা ঠাকুরের গডসে বন্দনা নিয়েও সমালোচনা করেন বাজাজ গ্রুপের চেয়ারম্যান। দেশজুড়ে ভয়ের বাতাবরণের অভিযোগ তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব, ‘আমাদের এই বাতাবরণ শুধরে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।’
আরও পড়ুন: ‘সমালোচনা করতে লোকে ভয় পায়’, শাহের সামনেই তোপ রাহুল বাজাজের
অমিত শাহের আশ্বাসের কয়েক ঘন্টা পর থেকেই অবশ্য বাজাজকে নিশানা করেন ওই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ থেকে শুরু করে পিয়ুস গোয়েল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি-রা। শনিবার রাহুল বাজাজ বলেন, ‘খোলাখুলিভাবে আমাকে বলতেই হচ্ছে ইউপিএ দুই সরকারের আমলে যে কারও সমালোচনা করা যেত। কিন্তু, আপনাদের বিরুদ্ধে কিছু বলতে লোকে ভয় পায়। আপনারা কাজ করছেন, তা সত্ত্বেও মানুষ মনে করছেন সমালোচনা করলে সরকার খোলা মনে তা গ্রহণ করতে পারবে না।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শিল্পপতি বাজাজের সমালোচনা করে টুইটে জানান, 'উত্তর চাওয়ার বদলে নজর কাড়তে এভাবে নিজের মনোভাব প্রকাশ জাতীয় স্বার্থকে আঘাত করতে পারে।'
Home Minister @AmitShah answers on how issues raised by Shri. Rahul Bajaj were addressed. Questions/criticisms are heard and answered/addressed. Always a better way to seek an answer than spreading one’s own impressions which, on gaining traction, can hurt national interest. https://t.co/WytSpyRyP6
— Nirmala Sitharaman (@nsitharaman) December 1, 2019
আরেক মন্ত্রী হরদীপ সিং পুরি টুইটে পোস্ট করে জানান, 'পৃথিবীতে এমন অনেক সমাজ আছে যা ভয়ের দ্বারাই নিয়ন্ত্রিত। কিন্তু, যে সমাজে নাগরিকরা সরকারকে ভুয়ো বিবরণী দ্বারা বিঁধতে পারে তা ভয়ের দ্বারা পরিচালিত বলে শ্রেণিভুক্ত করা যায় না। এর দ্বারাই প্রমাণিত মতামত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র দেশে বজায় রয়েছে।'
There are societies in the world which are governed by fear, but a society where citizens can weave fake narratives & hurl invectives at the govt cannot be classified as one governed by fear, it is a society characterized by fair dose of indiscipline.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 1, 2019
পরে, মন্ত্রী পিয়ূস গোয়েল পোস্ট করে জানান, 'মানুষ ভয়ে রয়েছে, এই দাবি কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না।'
See Home Minister @amitshah respond to Rahul Bajaj’s claim that people are afraid to express themselves. “After hearing your question I doubt anybody believes this claim that people are afraid.”https://t.co/z3Xc185Go2 https://t.co/TlOJqkS3Vf
— Piyush Goyal (@PiyushGoyal) December 1, 2019
বিজেপি আইটি সেলের দায়িত্বাপ্রাপ্ত নেতা অমিত মালভ্য রাহুল বাজাজের সমালোচনা করতে বেশ কয়েকটি ভিডিও টুইট করেন। তাতে দেখা যাচ্ছে, ইউপিএ আমলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন বাজার গ্রুপের চেয়ারম্যান। কংগ্রেস সাংসদের প্রশংসাও করছেন বাজাজ। শিল্পপতির রাজনৈতিক যোগ নিয়ে খোঁচা দিয়ে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে কেন রাহুল বাজাজ দেশে ভয়ের বাতাবরণের অভিযোগ করেছেন।
‘It is difficult for me to praise anyone’, said Rahul Bajaj except off course if it is Rahul Gandhi.
Wear your political affiliation on your sleeve and don’t hide behind inanities like there is atmosphere of fear and all that... pic.twitter.com/2JeyBzkfp8
— Amit Malviya (@amitmalviya) November 30, 2019
Read the full story in English