প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি লোকসভায় গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে, প্রধানমন্ত্রী তাঁর পদবি নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু, তাঁর প্রশ্নের কোনও জবাব দেননি। এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাদে এক সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, 'হতে পারে প্রধানমন্ত্রী মোদী ব্যাপারটা বুঝতে পারেননি যে ভারতে আমরা আমাদের বাবার পদবিই ব্যবহার করি।' এই কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী কটাক্ষ করে রাহুল বলেন যে প্রধানমন্ত্রী মোদী হয়তো একজন বাহুবলী হতেই পারেন। কিন্তু, তিনি (রাহুল গান্ধী) তাঁকে ভয় পান না।
দুই বিজেপি সাংসদ প্রধানমন্ত্রীর সম্পর্কে তাঁর 'ভিত্তিহীন অভিযোগ'-এর জেরে যতই স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনুক না-কেন, রাহুল নিজের অভিযোগে অনড়। কংগ্রেস সাংসদ জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে স্বাধিকারভঙ্গের নোটিসের উত্তর দিতে বলেছিল লোকসভার সচিবালয়। তিনি তাঁর জবাব প্রমাণ-সহ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠিয়ে দিয়েছেন। লোকসভায় প্রধানমন্ত্রীর সম্পর্কে তিনি যে অভিযোগগুলো করেছেন, তার কয়েকটি আগেই নথিবদ্ধকরণ থেকে বাদ দিয়েছেন স্পিকার। কিন্তু, প্রধানমন্ত্রী সেই সংসদেই যখন সরাসরি তাঁর পদবি নিয়ে প্রশ্ন তুলে অপমান করছেন, তখন কেন সেই কথাগুলো বাদ দেওয়া হবে না? প্রশ্ন তুলেছেন রাহুল।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক বক্তব্যের জবাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'যদি আমরা কোথাও নেহরুর (জওহরলাল) নাম উল্লেখ না-করি, তবে তারা (কংগ্রেস) হতাশ হয়ে পড়ে। নেহরু এতটাই বড়মাপের ব্যক্তি ছিলেন তো তাঁরা কেন কেউ নেহরুর পদবি ব্যবহার করেন না? নেহরুর নাম ব্যবহারে লজ্জার কী আছে?'
আরও পড়ুন- ‘প্রভাকরণ বেঁচে আছেন, শীঘ্রই আত্মপ্রকাশ করবেন,’ দাবিতে অটল নেদুমারান
মোদীর সেই বক্তব্যকেই কটাক্ষ করে রাহুল বলেন, 'আমি তো প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আমি তাঁর সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলাম। আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম, কীভাবে আদানির এত দ্রুত উত্থান ঘটল? প্রধানমন্ত্রী আমার একটাও প্রশ্নের জবাব দেননি। জবাবে তিনি বলেছেন, তোমরা কেন নেহরুকে স্মরণ কর না? তোমরা কেন শুধু গান্ধীকে স্মরণ কর? কারণ সাধারণ ভাবে, প্রধানমন্ত্রী হয়তো সেটা জানেন না যে ভারতে সাধারণত বাবার পদবিই ব্যবহার করা হয়।'
Read full story in English