Advertisment

'অনেক সুখের স্মৃতির জন্য ঋণী', সরকারি নোটিস পেয়ে বাংলো ছেড়ে দিচ্ছেন রাহুল

গত সপ্তাহেই তাঁর সদস্য পদ খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, rahul gandhi bungalow, rahul gandhi disqualification, rahul gandhi news, congress" />

রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করে দেয় লোকসভা।

লোকসভায় সাংসদ পদ খারিজ হওয়ার পরই সাংসদদের সরকারি বাংলো খালি করতে হয়। নিয়ম অনুযায়ী, নোটিস ধরানো হয় রাহুল গান্ধিকে। এবার নোটিসের জবাব দিলেন কংগ্রেস নেতা। জানিয়ে দিলেন, তিনি সরকারি বাংলো ছেড়ে দেবেন। নয়াদিল্লির ১২, তুঘলক লেনে সরকারি বাংলো ছাড়ছেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। গত সপ্তাহেই তাঁর সদস্য পদ খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Advertisment

লোকসভার সচিবালয়কে চিঠির জবাবে রাহুল লিখেছেন, "একজন চারবারের নির্বাচিত লোকসভার সদস্য হিসাবে জনাদেশ পালন করতে গিয়ে এই বাংলোয় অনেক সুখের স্মৃতি রয়েছে। তার জন্য আমি ঋণী। আমার অধিকারের ঊর্ধ্বে গিয়ে আমি অবশ্যই আপনার চিঠির কথা মানব।"

গত শুক্রবার রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করে দেয় লোকসভা। তার আগে তাঁর সুরাটের আদালত মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় দোষী সাব্যস্ত করে। ভারতীয় সংবিধান অনুযায়ী, এর পরই লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর সাংসদপদ খারিজ করে দেন। সেই অনুযায়ী, তাঁকে সরকারি বাংলো ছাড়তে হত। এবার সচিবালয় থেকে তাঁকে নোটিস দেওয়া হয়।

আরও পড়ুন ‘সাভারকারকে নিয়ে একটি শব্দও নয়’, রাহুলকে চরম হুঁশিয়ারি উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউতের

সোমবার সকালে লোকসভার স্ট্যান্ডিং কমিটি, যার মাথায় রয়েছেন বিজেপি সাংসদ সি আর পাটিল রাহুল গান্ধীকে বাংলো খালি করার নোটিস পাঠান। ১২, তুঘলক লেনে ২০০৪ সাল থেকে বাংলো পেয়েছেন রাহুল। সেবারই আমেঠি থেকে প্রথমবার জিতে সংসদে যান রাজীব গান্ধী-তনয়।

CONGRESS rahul gandhi Parliament Lok Sabha
Advertisment