'ধারাবাহিকতা'র অভাব রয়েছে রাহুলের, দাবি পাওয়ারের

শুধু রাহুলই নন, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার মধ্যেও একই লক্ষণ বর্তমান বলে মনে করেন পাওয়ার।

শুধু রাহুলই নন, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার মধ্যেও একই লক্ষণ বর্তমান বলে মনে করেন পাওয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশ কি রাহুল গাঁধীকে নেতা হিসেবে মেনে নিতে প্রস্তুত? এনসিপি নেতা শরদ পাওয়ারের জবাব, 'এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। দেখা যাচ্ছে, ধারাবাহিকতার অভাব রয়েছে।' শুধু রাহুলই নন, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার মধ্যেও একই লক্ষণ বর্তমান বলে মনে করেন পাওয়ার।

Advertisment

গান্ধী পরিবারের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে খোলসা না করলেও পাওয়ার জানিয়েছেন, ' দলীয় কর্মীদের গ্রহণযোগ্যতার উপর নেতা বা নেত্রীর ক্ষমতা নির্ভর করে। দলের শক্তি বিচার হয়। দেখা যাচ্ছে এখনও গান্ধী-নেহেরু পরিবারের জন্য সোনিয়া ওরাহুলের প্রতি কংগ্রেস কর্মীদের আস্থা রয়েছে।'

মোদী বিরোধীতাকেই সর্বস্ব পুঁজি করে বিজেপির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করলে সাফল্য মিলবে না বলে মনে করেন পাওয়ার। তাঁর মতে বিজেপির বিকল্প নীতি মানুষের সামনে পেশ করতে হবে। পাওয়ার বলেছেন, 'ব্যক্তি কেন্দ্রীয় আক্রমণ কার্যকরী হতে পারে না। বিকল্প কথার সঙ্গেই বিকল্প কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। তা কীভাবে মানুষের কাজে লাগে তা বোঝাতে হবে।'

Advertisment

নরেন্দ্র মোদীর বিকল্প কী রাহুল গান্ধী? তা নিয়ে বিতর্ক রয়েইছে। এ নিয়ে লাগাতার রাজীব-তনয়কে হেয় করে এসেছে গেরুয়া শিবির। কংগ্রেস সাংসদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন মহারাষ্ট্রে তাঁদের শরিকদল পার্টিএনসিপি-র সভাপতি শরদ পওয়ার। যা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে কংগ্রেসের 'বিক্ষুব্ধ' নেতাদেরও যেন মনের কথা বলে ফেললেন পাওয়ার।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS rahul gandhi