যাত্রা নিয়ে চলমান বিতর্কের মাঝে হুঙ্কার ছুঁড়লেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি বলেছেন রাজ্য পুলিশ লোকসভা নির্বাচনের পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাঁধা দেওয়ার অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা-কর্মীরা।
‘হিংসা’ ছড়ানোর অভিযোগে এমন পুলিসের ওপর ‘হামলার’ অভিযোগে রাহুল সহ একাধিক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিস। মঙ্গলবার গুয়াহাটিতে দলীয় কর্মী ও পুলিসের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস। রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার একদিন পরে এমনই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী।বুধবার, অসম পুলিশের ডিজি জিপি সিং বলেছেন যে মামলাটি সিআইডির কাছে স্থানান্তর করা হয়েছে এবং একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে এই মামলার "পুঙ্খানুপুঙ্খ এবং যথোপযুক্ত তদন্তের জন্য"।
বুধবার একটি ইভেন্টের ভাষণ দেওয়ার মাঝে মুখ্যমন্ত্রী বলেন, 'লোকসভা নির্বাচনের পরই গ্রেফতার করা হবে রাহুল গান্ধীকে। এখন গ্রেফতার করা হলে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে রাজিনীতির অভিযোফ সামনে আনবে। এই বিষয়ে তদন্তভার এসআইটি-এর হাতে হস্তান্তর করা হয়েছে। তারাই গোটা বিষয়টির তদন্ত করবে"। এফআইআর অনুসারে এই ঘটনায় পাঁচ পুলিশ কর্মীওআহত হয়েছেন।
এদিকে অসমে দায়ের করা এফআইআর নিয়ে গুয়াহাটিতে এক সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, ‘ওরা আমার বিরুদ্ধে মামলা করছে। যাত্রা থামানোর চেষ্টা করছে। মানুষের সক্রিয় অংশ গ্রহণের কারণে হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়ে গিয়েছেন। এই এফআইআর তারই বহিঃপ্রকাশ। জনগণ তাদের বিরুদ্ধে ন্যায় যাত্রার পাশে দাঁড়িয়ে আছে।’ রাহুল আরও বলেন, " হাজারও মামলা করে বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারবে না"।