Advertisment

Rahul Gandhi: বিজেপি তারকা প্রচারক রাহুল! হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের জবাবে কী বলল কংগ্রেস?

জয়রাম রমেশ বলেন, "গতকাল নীতীশ কুমারের বিশ্বাসঘাতকতার পরে, বিহারের মানুষ, কিষাণগঞ্জের মানুষ রাহুল গান্ধী এবং যাত্রাকে অত্যন্ত উত্সাহের সঙ্গে স্বাগত জানাচ্ছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
bharat jodo nyay yatra bihar

কংগ্রেসের ভারত জোড়া যাত্রা 2.0 আজ বিহারের কিষাণগঞ্জে প্রবেশ করেছে। (এক্সপ্রেস ছবি পার্থ পল)

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার তাকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) "সবচেয়ে বড় তারকা প্রচারক" হিসাবে বর্ণনা করেছেন৷ বিজেপি নেতা আরও দাবি করেছেন যে রাহুল গান্ধী যেখানেই যান, কংগ্রেস সেখানেই সমর্থন হারায়।

Advertisment

ডিব্রুগড়ে একটি অনুষ্ঠানের ফাঁকে শর্মা সাংবাদিকদের বলেন, “রাহুল গান্ধী যেখানেই যান, সেখান থেকে কংগ্রেস তার সমর্থন হয়। তিনি অহংকারী এবং তার কোন নেতৃত্বের গুণাবলী নেই।" রাহুলকে আক্রমণ করে তিনি বলেন, “তার পদক্ষেপ সবসময়ই বিজেপির জন্য ইতিবাচক প্রমাণিত হয়। তিনি বিজেপির সবচেয়ে 'বড় তারকা প্রচারক'।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে "বিজেপির তারকা প্রচারক" বলার একদিন পরে, দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোমবার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'কংগ্রেসের অসম বা বিহারের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই'। জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমার বিরোধী ইণ্ডিয়া জোট থেকে বেরিয়ে এনডিএ-এর সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার একদিন পর রমেশের এই মন্তব্য সামনে।জয়রাম রমেশ বলেন, "গতকাল নীতীশ কুমারের বিশ্বাসঘাতকতার পরে, বিহারের মানুষ, কিষাণগঞ্জের মানুষ রাহুল গান্ধী এবং যাত্রাকে অত্যন্ত উত্সাহের সঙ্গে স্বাগত জানাচ্ছে"।

ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী এক সমাবেশের ভাষণ দেওয়ার সময় বলেন, "আরএসএস এবং বিজেপির মতাদর্শ দেশে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। আজ ভাইয়ে-ভাইয়ে লড়াইয়ের সাক্ষী থাকছে দেশ। বিভিন্ন ধর্মের লোকেরা একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত। আমরা 'নফরাত কা বাজার'-এ একটি 'মহব্বত কি দুকান' খুলতে চাই।"

rahul gandhi bharat jodo nyay yatra
Advertisment