Advertisment

মান্দসৌরের ঘটনায় এবিভিপি-র নিন্দায় সরব রাহুল

টুইটারে কংগ্রেস সভাপতি লেখেন যে, মান্দসৌরে শাসকদলের ছাত্রনেতারা অপমান করেছেন এক শিক্ষককে। একজন অধ্যাপক পড়ুয়াদের পা ধরছেন, কী ধরনের সংস্কার চলছে দেশে, যেখানে শিক্ষকদের ভগবান হিসেবে বিবেচ্য করা হয়। এটা কী ধরনের আচরণ!

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক্লাস নিচ্ছিলেন বলে এবিভিপি সদস্যদের স্লোগান দিতে বারণ করেছিলেন। তার ফলে অধ্যাপকের কপালে জুটল ‘দেশদ্রোহী’ তকমা। যার জেরে অপমানে, গ্লানিতে জর্জরিত হয়েও পড়ুয়াদের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হলেন অধ্যাপক। মান্দসৌরের একটি সরকারি কলেজে পড়ুয়াদের পা ধরে অধ্যাপকের ক্ষমা চাওয়ার দৃশ্য দেখে হতবাক সকলেই। এবার সেই ঘটনা নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অধ্যাপককে অপমান করার জেরে এবিভিপির আচরণের নিন্দা জানালেন তিনি।

Advertisment

মান্দসৌরের ওই সরকারি কলেজের ঘটনা প্রসঙ্গে এদিন টুইটারে কংগ্রেস সভাপতি লেখেন, মান্দসৌরে শাসকদলের ছাত্র নেতারা অপমান করেছেন এক শিক্ষককে। একজন অধ্যাপক পড়ুয়াদের পা ধরছেন, কী ধরনের সংস্কার চলছে দেশে, যেখানে শিক্ষকদের ভগবান হিসেবে দেখা হয়? এটা কী ধরনের আচরণ!

আরও পড়ুন, এবিভিপি সদস্যদের পা ধরে ক্ষমা চেয়ে ছুটিতে গেলেন অধ্যাপক!

কী ঘটেছিল সেদিন? দীনেশ গুপ্ত নামের ওই অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন। সেসময় মান্দসৌরের ওই সরকারি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন এবিভিপি সদস্যরা। স্লোগান দিতে দিতে তাঁরা অধ্যক্ষের ঘরের দিকে যাচ্ছিলেন বলে খবর। বিজ্ঞান বিভাগের চতুর্থ সেমেস্টারের ফল দেরি করে ঘোষণা করা নিয়ে ওই স্মারকলিপি বলে জানা গিয়েছে। স্লোগান দিতে এবিভিপি সদস্যদের বারণ করেন অধ্যাপক। স্লোগানের ফলে ক্লাস নিতে সমস্যা হওয়ায় তা বন্ধ করতে বলেন বিক্ষোভকারীদের। এরপরই নাকি ওই অধ্যাপককে ‘দেশদ্রোহী’ তকমা দেন ছাত্ররা। আর তারপরই অপমানে, গ্লানিতে পা ধরে ক্ষমা চাইতে যান ওই অধ্যাপক।

rahul gandhi national news
Advertisment