প্রশ্ন উঠেছে সনিয়া পুত্রের নাগরিকত্ব নিয়ে। বিজেপি নেতা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে রাহুলকে নোটিস পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ দিনের মধ্যে কেন্দ্রের কাছে নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ জমা দিতে হবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতিকে। বিষয়টি নিয়ে সাড়া পড়তেই মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, "ভারতবাসী রাহুলকে এদেশে জন্মাতে আর বড় হতে দেখেছে"।
Advertisment
বিতর্কের সূত্রপাত ২০০৫ সালে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, রাহুল গান্ধী ইংল্যান্ডের একটি সংস্থায় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। ২০০৬ সালে এ প্রসঙ্গে রাহুল গান্ধী পালটা দাবি করেন ভুল তথ্য দিয়ে গোটা দেশকে বিভ্রান্ত করছেন স্বামী। কিন্তু তাতেও দমেননি বিজেপি সাংসদ। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকে রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ করেন তিনি।
রাহুলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা। সাংবাদিকদের তিনি মঙ্গলবার বলেন, "সারা ভারতবাসী জানে রাহুল এ দেশের নাগরিক। ওঁকে এ দেশে জন্মাতে এবং বড় হতে দেখেছে দেশের মানুষ। কেয়া বকওয়াস হ্যাঁয় ইয়ে"?