Advertisment

'কেয়া বকওয়াস হ্যাঁয় ইয়ে'?

রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে চলতি মাসের শুরুতেই প্রশ্ন তুলেছিলেন আমেঠি কেন্দ্রে রাহুলের বিরুদ্ধে দাঁড়ানো নির্দল প্রার্থী ধ্রুব লাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi welcomes Supreme Court Verdict on Rafale

রাহুল গান্ধী

প্রশ্ন উঠেছে সনিয়া পুত্রের নাগরিকত্ব নিয়ে। বিজেপি নেতা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে রাহুলকে নোটিস পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ দিনের মধ্যে কেন্দ্রের কাছে নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ জমা দিতে হবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতিকে। বিষয়টি নিয়ে সাড়া পড়তেই মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, "ভারতবাসী রাহুলকে এদেশে জন্মাতে আর বড় হতে দেখেছে"।

Advertisment

বিতর্কের সূত্রপাত ২০০৫ সালে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, রাহুল গান্ধী ইংল্যান্ডের একটি সংস্থায় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। ২০০৬ সালে এ প্রসঙ্গে রাহুল গান্ধী পালটা দাবি করেন ভুল তথ্য দিয়ে গোটা দেশকে বিভ্রান্ত করছেন স্বামী। কিন্তু তাতেও দমেননি বিজেপি সাংসদ। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকে রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন, জাপানে দু’বছরের জেল নেস ওয়াদিয়ার

রাহুলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা। সাংবাদিকদের তিনি মঙ্গলবার বলেন, "সারা ভারতবাসী জানে রাহুল এ দেশের নাগরিক। ওঁকে এ দেশে জন্মাতে এবং বড় হতে দেখেছে দেশের মানুষ। কেয়া বকওয়াস হ্যাঁয় ইয়ে"?

publive-image রাহুল গান্ধীকে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি

কেন্দ্রের নোটিস সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন "কোনও সাংসদ কেন্দ্রীয় মন্ত্রকে চিঠি লিখলে কেন্দ্রের তরফে পদক্ষেপ গ্রহণ করাটাই রীতি। এটা অস্বাভাবিক কিছু নয়, সাধারণ একটি প্রক্রিয়া"।

রাহুল গান্ধীর বিরুদ্ধে চলতি মাসের শুরুতেই একইরকম অভিযোগ এনেছিলেন আমেঠি কেন্দ্রে রাহুলের বিরুদ্ধে দাঁড়ানো নির্দল প্রার্থী ধ্রুব লাল। আমেঠি কেন্দ্রের রিটার্নিং অফিসার রাম মনোহর মিশ্র জানান রাহুল গান্ধীর মনোনয়ন পত্রটি বৈধ। ফের ধ্রুব

rahul gandhi
Advertisment