Advertisment

বিরোধী জোটের নাম কেন 'INDIA' হল, জানুন নেপথ্যের গল্প

মহারাষ্ট্রে অভিন্ন ন্যূনতম কর্মসূচির মত বিভিন্ন বিষয়গুলো ঠিক হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
RAHUL

বেঙ্গালুরুতে বিরোধী জোট তাদের নাম বদলে করল 'INDIA'। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী নেতারা। সেখানেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোটের 'INDIA' নামকরণের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, তাঁদের এই লড়াই শুধুমাত্র বিজেপি দলের বিরুদ্ধে নয়। তাঁদের এই লড়াই দেশ বাঁচানোর লড়াই। এটা হল গোটা দেশের লড়াই। সেই হিসেবে এই জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স-এর লড়াই।

Advertisment

সূত্রের খবর, এসব কথা মাথায় রেখেই রাহুল গান্ধী জোটের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বাকি দলগুলোকে বুঝিয়েছেন যে, এই জোট গোটা দেশের জনগণের হয়ে বিজেপি তথা সংবিধান ধ্বংসের চেষ্টাকারী শাসকের বিরুদ্ধে লড়বে। সেই কারণেই জোটের নামকরণ করা হোক ইন্ডিয়া। সূত্রের খবর, বৈঠকে রাহুলের এই প্রস্তাব বেশ মনে ধরে বিরোধী নেতাদের। বৈঠকের পরও তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মত রাহুল-বিরোধী রাজনীতিবিদ হিসেবে পরিচিতরাও কংগ্রেস নেতার সুখ্যাতি গেয়েছেন। রাহুল গান্ধীর প্রশংসা করেছেন।

এমনকী, দিল্লিতে বিরোধী জোটের একটি কার্যালয়ও খোলা হচ্ছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি, মহারাষ্ট্রে এই জোটের পরবর্তী সভা বা বৈঠক। সেখানে জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচির মত বিভিন্ন বিষয়গুলো ঠিক হবে। সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন বিরোধী নেতারা। তাঁরা জানিয়েছেন, মহারাষ্ট্রে জোটের তরফে পরবর্তী বৈঠকে একটি ১১জনের কমিটিও তৈরি করা হবে। যাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা হবে, লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে মোটের ওপর এককাট্টা। একজোট হয়ে তাঁরা লড়াই করতে চান। এই সব ভাবনা-চিন্তায় উজ্জীবিত বিরোধী নেতারা সাংবাদিক বৈঠকেই বলতে শুরু করেন, 'ভাজপা হারবে, ইন্ডিয়া জিতবে।'

আরও পড়ুন- ‘ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে’, মোদীকে কড়া চ্যালেঞ্জ মমতার

বিরোধী দলগুলোর যৌথ সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট করে দেন, 'এই লড়াই আসলে বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে। বিজেপি আসলে দেশের বিরুদ্ধেই আক্রমণ চালাচ্ছে। দেশের সম্পদ বাছাই করা লোকেদের হাতে তুলে দিচ্ছে। সঙ্গে দেশের কণ্ঠরোধ করা হচ্ছে। আর, সেই কারণে কারণে বিরোধী জোটের নামকরণ করা হয়েছে INDIA'।

NDA India rahul gandhi
Advertisment