“আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্যই আমার ঈশ্বর, অহিংসা অর্জনের উপায়," ফৌজদারি মানহানির মামলায় স্বস্তি পেয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ট্যুইট। বৃহস্পতিবার মানহানি মামলায় সুরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সেই সঙ্গে মন্তব্যের জন্য ১৫ হাজার টাকার জরিমানা ধার্য করার পাশাপাশি এবং ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আবেদন করেন রাহুল গান্ধী।
আদালত রাহুল গান্ধীর জামিনের আবেদন মঞ্জুর করে। এবং আদালতের রায়ের ওপর আগামী ৩০ দিন স্থগিতাদেশ জারি করে। এর মাঝে উচ্চতর আদালতে আবেদনের সুযোগ পাবেন কংগ্রেস সাংসদ। অভিযোগকারী গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী দাবি করেছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বিতর্কিত মন্তব্য সমগ্র মোদী সম্প্রদায়ের মানহানি করেছে।
২০১৯সালের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী কর্ণাটকের কোলারে অনুষ্ঠিত একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদীর পদবী নিয়ে মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার সুরাট জেলা আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পদবি নিয়ে মন্তব্য’ করার জন্য দোষী সাব্যস্ত করেছে। রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাটের আদালত। যদিও কিছুসময় পরে আদালত কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে। আগামী ৩০ দিনের জন্য আদালত তার রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে করে যাতে রাহুল গান্ধী সুরাট আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারেন। তবে আদালত রাহুল গান্ধীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪৯৯ এবং ৫০০ ধারার অধীনে দায়ের করা মামলায় রাহুল গান্ধী শেষবার ২০২১ সালের অক্টোবরে তার বক্তব্য রেকর্ড করার জন্য সুরাট আদালতে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার সংসদের বাইরে আদালতের আদেশে প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন “রাহুল গান্ধী যাই বলুক না কেন তা সর্বদা কংগ্রেস দল এবং সমগ্র জাতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে”।
রাহুল গান্ধীর বক্তব্যের বিরুদ্ধে IPC-এর ৪৯৯ এবং ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় আজ তৃতীয়বারের মতো আদালতে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মার ডিভিশন গত সপ্তাহে উভয় পক্ষের যুক্তি শুনেছিল এবং রায় ঘোষণার জন্য ২৩ শে মার্চ তারিখ নির্ধারণ করে। আজ শুনানি শেষে আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে। আদালত রাহুল গান্ধীকে ইন্ডিয়ান পেনাল কোর্ট (IPC) ৫০৪ নং ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছে। রায়ের আগে রাহুল গান্ধী আদালতকে জানায়, ‘আমার বক্তব্যে কারও ক্ষতি হয়নি, আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না’।