Rahul Gandhi Defamation Case: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 'খুনি' মন্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলায় বিরাট স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা! আজ রাহুল গান্ধীকে বড়সড় স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ট্রায়াল কোর্টের কার্যক্রমের উপর সোমবার স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারী বিজেপি নেতাকে এই বিষয়ে একটি নোটিশ জারি করেছে।
মানহানির মামলায় সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিন্ম আদালতের শুনানির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ মামলা বাতিলের জন্য গান্ধীর আবেদনের বিষয়ে ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারীর কাছ থেকে প্রতিক্রিয়াও চেয়েছে।
কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ সোমবার সুপ্রিম কোর্ট থেকে বিরাট স্বস্তি পেয়েছেন। ঝাড়খণ্ডের রাঁচির নিম্ন আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিচারাধীন মানহানির মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও, রাহুল গান্ধীর আবেদনের ভিত্তিতে, সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারী নবীন ঝা-কে নোটিশ জারি করেছে। এখন এই মামলার শুনানি ৬ সপ্তাহ পর হবে।
২০১৯ সালে বিজেপি সভাপতি অমিত শাহ সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হয় মানহানি মামলা। রাহুল গান্ধী তার আইনজীবী অভিষেক মনু সিংভির মাধ্যমে মানহানির মামলার কার্যক্রম বাতিলের দাবিতে একটি আবেদন দাখিল করেছেন। এর আগে, রাহুল গান্ধী এই মামলা বাতিলের অনুরোধ জানান ঝাড়খণ্ড হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট ২২ ফেব্রুয়ারি ২০২৪-এ তার আবেদন খারিজ করে দেয়। তাই তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাহুল গান্ধী এবং অমিত শাহের মধ্যে মামলায় তৃতীয় পক্ষের দায়ের করা অভিযোগ গ্রহণযোগ্য নয়।
জানিয়ে রাখি যে ২০১৯ সালে, রাহুল গান্ধী অমিত শাহের বিরুদ্ধে একটি মন্তব্য করেছিলেন, সেসময় শাহ বিজেপি সভাপতি ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, রাহুল গান্ধী একটি বিবৃতিতে বলেছিলেন বিজেপিই দেশের একমাত্র দল যে দল একজন খুনিকে দলের জাতীয় সভাপতি করতে পারে। এই বক্তব্যের পর, বিজেপি কর্মী নবীন ঝা রাঁচির ম্যাজিস্ট্রেট আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন।