Advertisment

লখিমপুরে যাওয়ার অনুমতি পেলেন না রাহুল, কৃষকদের উপর 'পরিকল্পিত আক্রমণ', তোপ মোদীকে

তবে, দুই কংগ্রেসী মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি লখিমপুরে যাবেন বলেই চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাহুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi denied permission to visit Lakhimpur

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী।

লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হল না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তবে, দুই কংগ্রেসী মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি লখিমপুরে যাবেন বলেই চ্যালেঞ্জ ছুঁড়েছেন। এরপরই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ওনাড়ের সাংসদ। তাঁর দাবি, কৃষকদের উপর 'পরিকল্পিত আক্রমণ' চলছে। শাসক দলের আচরণে নিহত কৃষকদের পরিবার আসা হারিয়েছে। তাঁদের মনে ভয় দূর করে আশার সঞ্চার করতেই বিরোধী দলের নেতৃত্ব লখিমপুর যেতে চাইছে বলে জানান রাবুল গান্ধী।

Advertisment

সাংবাদিক বৈঠকে এদিন রাহুল বলেন, 'দেশের কৃষকদের উপর পরিকল্পিত আক্রমণ নেমে আসছে। মন্ত্রীর ছেলের গাড়ি কৃষকদের পিষে দিচ্ছে। এই অবস্থা চলতে পারে না।' তাঁর কথায়, 'নিহতদের পরিবারগুলি সব খুইয়েছে। আশা হারিয়েছে। মন্ত্রীর ছেলে মানুষগুলিকে পিষে দিয়েছে। আমরা গিয়ে সব হারানো মানুষগুলিকে শক্তি যোগানোর চেষ্টা করতাম। তাঁদের মনে যাতে ফের আশার সঞ্চার হয় আমরা সেই চেষ্টাই করে যাব।'

কংগ্রেস নেতার কথায়, 'সরকারকে চাপে রাখাই বিরোধীদের কাজ। কৃষকদের উপর সরকার আঘাত আনলে, তাঁদের সহ্গে অবিচার করলে তার প্রতিবাদ হবে। হাতরাসের সময় প্রতিবাদ হওয়ার ফলেই পদক্ষেপ করা হয়েছিল।'

গত কয়েকদিন বিজেপি সরকারের আচরণ 'একনায়কতন্ত্র' বলেই মন্তব্য করেন রাহুল গান্ধী। বলেন, 'আগে ভারতে গণতান্ত্র ছিল। এখন একনায়কতন্ত্র। সরকার কৃষকদের অপমান করছে। বিরোধী নেতৃত্বকে লখিমপুরে যেতে বাধা দেওয়া হচ্ছে। স্বৈর শাসনে এসবই হয়ে থাকে। সরকাকে বলতে ছাই যে, গণতান্ত্রিক পথে দেশ শাসন করুন। বিরোধীরাই গণতন্ক্রের সেফটি ভাল্ব।'

মঙ্গলবার লখনউ-তে গিয়েও কেন প্রধানমন্ত্রী মোদী লখিমপুরের গেলেন না তা নিয়ে এদিন প্রসান তোলেন এই কংগ্রেস নেতা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS rahul gandhi Priyanka Gandhi Lakhimpur Lakhimpur Violence
Advertisment