Rahul Gandhi Dual citizenship: রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় এবার কেন্দ্রীয় সরকারকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২১ এপ্রিল। আবেদনকারীর তরফে দাবি করা হয়েছে, ২০০৩ সালে গঠিত এবং ২০০৯ সালে বন্ধ হয়ে যাওয়া একটি ব্রিটেনের সংস্থা তাদের রেকর্ডে রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছে। ভারতীয় আইন অনুসারে, দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত নয়।
সোমবার এলাহাবাদ হাইকোর্ট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চার সপ্তাহের সময় দিয়েছে। অভিযোগ রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং এই প্রশ্নটি বহু বছর ধরে আলোচনায় রয়েছে। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ২১শে এপ্রিল হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
কর্ণাটকের সমাজকর্মী এস ভিগনেশ শিশিরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এআর মাসুদি এবং বিচারপতি অজয় কুমার শ্রীবাস্তব-১-এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। আবেদনকারী রাহুল গান্ধীর কথিত ব্রিটিশ নাগরিকত্ব মামলার সিবিআই তদন্তেরও দাবিও জানিয়েছেন। এর আগে, রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় গৃহীত পদক্ষেপের বিবরণ উপস্থাপনের জন্য আদালত কেন্দ্রীয় সরকারকে ২৪ মার্চ পর্যন্ত সময় দিয়েছিল। জনস্বার্থ আবেদনে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি তার ব্রিটিশ নাগরিকত্ব গোপন করেছেন।
‘সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত’
আবেদনে বলা হয়েছে যে রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব একটি অপরাধ, তাই কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) কে মামলা দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া উচিত।