Rahul Gandhi: মানুষ মোদীর 'চক্রব্যূহ' ভেঙে ফেলবে! ২৯ জুলাই সংসদের অধীবেশনে রাহুলের বক্তব্যে উঠে আসে মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ এবং চক্রব্যূহের প্রসঙ্গ। আর এর পরেই ইডি অভিযানের মাধ্যমে রাহুল গান্ধীকে হেনস্থা করার ভয়ঙ্কর অভিযোগ তুলে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠেছেন লোকসভার বিরোধী দলনেতা। এবিষয়ে শুক্রবার সকালে তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে উল্লেখ করেছেন, "২৯ জুলাই সংসদে দেওয়া তাঁর 'চক্রব্যূহ' বক্তৃতার পরে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করছে"।
লোকসভায় বাজেট অধিবেশন চলাকালীন তাঁর ভাষণে রাহুল উল্লেখ করেছেন 'মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যূহে বন্দি করে ৬ জন মিলে হত্যা করেছিল, ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যূহে বন্দি করেছে বিজেপি সরকার।' মোদী সরকারের সমালোচনা করে রাহুল বলেছিলেন, 'দেশের যুবক ও কৃষকদের চক্রব্যূহে আবদ্ধ করা হয়েছে। ২০২৪ বাজেটের একমাত্র লক্ষ্য হল একচেটিয়া পুঁজিবাদ ও একচেটিয়া রাজনীতিকে শক্তিশালী করা।'
শুক্রবার (২ আগস্ট) লোকসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি কেন্দ্রের গোপন পরিকল্পনা ফাঁস করে দাবি করেছেন ২৯ জুলাই সংসদে দেওয়া তাঁর 'চক্রব্যূহ' বক্তৃতার পরে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করছে। কংগ্রেস নেতা আরও দাবি করেছেন যে ইডি 'বিশ্বস্ত সূত্র' তাকে অভিযানের বিষয়ে জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে রাহুল গান্ধী ইডি অভিযানের বিষয়ে দাবি করেছেন। রাহুল তার পোস্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়াল এক্স হ্যান্ডেলকেও ট্যাগ করেছেন। পাশাপাশি তিনি চড়া আক্রমণ শানিয়ে বলেন, “আপনাদের চা-বিস্কুট আমিই খাওয়াব।” একই সঙ্গে রাহুল উল্লেখ করেছেন, ২-১ জনের আমার ভাষণ পছন্দ হয়নি। উল্লেখ্য ২০২২ সালে ন্যাশান্যাল হেরাল্ড মামলায় তাঁকে টানা ৫৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।
আরও পড়ুন - < Ashwini Vaishnaw: ‘রিল নয়, রেল আমাদের অগ্রাধিকার’, পর পর দুর্ঘটনার জেরে বিরোধীদের মেজাজে তোপ রেলমন্ত্রীর >
২১ শতকে নির্মিত নতুন চক্রব্যূহ: রাহুল গান্ধী
রাহুল গান্ধী ২৯ জুলাই লোকসভায় বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, "দেশের কৃষক, শ্রমিক ও যুবকরা আতঙ্কিত। সর্বত্র পদ্ম প্রতীক দেখানোর জন্য রাহুল প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে ২১ শতকে একটি নতুন 'চক্রব্যূহ' তৈরি হয়েছে। এমনকি একবিংশ শতাব্দীতেও একটি নতুন চক্রব্যূহ নির্মিত হয়েছে, যা হুবহু পদ্মের মতো।
কেন্দ্রীয় সরকারের চক্রব্যূহেও রয়েছেন ছয়জন: রাহুল গান্ধী
কংগ্রেস নেতা আরও বলেন, "প্রধানমন্ত্রী তার বুকে এই চিহ্ন বহন করেন। অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছিল তা আজ ভারতের মানুষের সঙ্গে তা করা হচ্ছে। দেশের যুবক, কৃষক, মহিলা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে করা হচ্ছে। এই চক্রব্যূহে রয়েছেন ৬ জন। নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অজিত দোভাল এবং আদানি, আম্বানি।