মণিপুরে অব্যাহত জাতিগত হিংসার ঘটনা। ৬০ দিন ধরে চলা হিংসায় এখনও পর্যন্ত শতাধিক মানুষ মারা গেছেন। ৩রা মে থেকে শুরু হওয়া হিংসা থামার নামই নিচ্ছে না। এর মাঝেই আজ মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার হিংসা কবলিত মণিপুরে যাবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন যে গান্ধী তার সফরের সময় ইম্ফল এবং চুরাচাঁদপুরে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল আরও বলেছেন, “প্রায় দুই মাস ধরে মণিপুর জ্বলছে। সমাজ যাতে হিংসা থেকে শান্তির দিকে যেতে পারে সেজন্য তার জন্য আলোচনার একান্ত প্রয়োজন। এটি একটি মানবিক ট্র্যাজেডি এবং এটি আমাদের দায়িত্ব ভালবাসার শক্তি হওয়া, ঘৃণা নয়।
৩রা মে উত্তর-পূর্ব রাজ্যে যে হিংসা শুরু হয়েছিল, তার পর থেকে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার দাবিতে মেইতি সম্প্রদায়ের প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে 'উপজাতি সংহতি মার্চ' চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটে।
মণিপুর পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের পর রাহুল গান্ধীর সফরের ঘোষণা করেন। হিংসার ঘটনায় বিরোধীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অপসারণের দাবি জানিয়েছে।
এর আগে মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খড়গে টুইট বার্তায় জানিয়েছেন, যে "বিজেপি-নেতৃত্বাধীন সরকারের কোনও "প্রচার" মণিপুরের পরিস্থিতি মোকাবেলায় তার "চরম ব্যর্থতা" আড়াল করতে পারে না।
কংগ্রেসের জাতীয় সভাপতি খড়গে বলেছেন, "মোদিজি যদি সত্যিই মণিপুর নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে সবার আগে তাঁর মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত।"