/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/rahul-gandhi-1.jpg)
লখিমপুরকাণ্ডে রপাহুলের নিশানায় শাসক শিবির।
লখিমপুর খেরিকাণ্ডে সিটের তদন্ত রিপোর্ট নিয়ে সরগরম সংসদ। উত্তরপ্রদেশের বিশেষ তদন্তকারী দলের দেওয়া রিপোর্টের উপর আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন রাহুল ৷
লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চাপা দেওয়ার ঘটনায় মঙ্গলবারই আদালতে রিপোর্ট পেশ করেছে উত্তরপ্রদেশ সরকার গঠিত সিট ৷ যেখানে ওই ঘটনাকে 'পরিকল্পিত ষড়যন্ত্র' বলে জানিয়েছেন সিট। ওই রিপোর্টে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে অভিযুক্ত আশিস সহ মোট ১২ জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা সরিয়ে, খুনের চেষ্টা অর্থাৎ, ৩০৭ ধারায় মামলা রুজুর অনুমতি চাওয়া হয়েছে ৷
বুধবার লোকসভার অধিবেশন শুরু হতেই লখিমপুরকাণ্ডে সিটের রিপোর্টের উপর আলোচনার দাবি করেন রাহুল গান্ধী। প্রত্যেক দিনের কার্যকলাপ মুলতুবি রাখার প্রস্তাব দেন রাহুল গান্ধি ৷ মুলতুবি প্রস্তাবে কংগ্রেস সাংসদ উল্লেখ করেছেন যে, ‘জুরুরি ভিত্তিতে একটি বিষয়ের উপর আলোচনা চেয়ে আমি সংসদের রোজকার কাজ মুলতুবি রাখার আবেদন জানাচ্ছি ৷ উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কৃষকদের গাড়িচাপা দেওয়ার ঘটনাটি সম্পূর্ণভাবে পরিকল্পিত চক্রান্ত ছিল এবং সেটি অসাবধানতার কারণে হয়নি৷’
'They are not allowing us to speak, that's why the House is being disrupted': Congress leader Rahul Gandhi on Lakhimpur Kheri incident
LIVE: https://t.co/BmTnhZ1YXw#LokSabha#LakhimpurViolence#Parliamentwintersessionpic.twitter.com/bMjDj65Jlj— The Indian Express (@IndianExpress) December 15, 2021
এছাড়া, সিট এই ঘটনায় অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে ধার্য হওয়া ধারা পরিবর্তনের আবেদন করেছেন৷ তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয়কুমার মিশ্রকে বহিষ্কার করা। নিহতদের পরিবারের ন্যায় বিচারেরও আর্জি জানিয়েছেন তিনি।
লখিমপুর খেরিকাণ্ডে সিটের তদন্ত রিপোর্ট পেশের পর ওই ঘটনার জন্য মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে আড়াল করতে শাসক শিবির মরিয়া বলে দাবি তাঁর।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন