Advertisment

টুইটে ক্লিপ প্রকাশ, রাহুলকে হিন্দুত্ববিরোধী প্রমাণের চেষ্টা বিজেপি নেতার, মোক্ষম জবাব কংগ্রেসের

ক্লিপে দেখা গিয়েছে, ভারত জোড় যাত্রা চলাকালীন রাহুল এক খ্রিস্টান যাজকের সঙ্গে কথা বলছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul_gandhi

'ভারত জোড়' যাত্রা চলাকালীন যে ক্লিপ প্রকাশ করে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে বিজেপি, তার তীব্র সমালোচনা করল কংগ্রেস। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, একজন খ্রিস্টান ধর্মযাজকের সঙ্গে রাহুলের কথোপকথনের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই ধর্মযাজকের নাম জর্জ পোনাইয়া। সেকথা জানিয়ে পুনাওয়ালার কটাক্ষ, 'আদৌ এটা ভারত জোড়া হচ্ছে? এর আগে পোনাইয়াকে হিন্দু বিদ্বেষের জন্য গ্রেফতার করা হয়েছিল।'

Advertisment

পালটা আক্রমণের রাস্তায় হেঁটে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন, 'বিজেপি ঘৃণার রাজনীতি করছে। তারা ঘৃণার কারখানা থেকে টুইটের মাধ্যমে চারদিকে নৃশংসতা ছড়িয়ে দিচ্ছে। প্রকাশিত ক্লিপের অডিওতে যা রয়েছে, তার সঙ্গে বিজেপি বক্তব্যের কোনও সম্পর্কই নেই। এটা বিজেপির স্বাভাবিক বদমাইশি ছাড়া আর কিছুই না। ভারত জোড় যাত্রা শুরু থেকেই সফল হয়ে উঠেছে। এই যাত্রা রীতিমতো সাড়া জাগিয়েছে। আর, তার জন্যই বিজেপি প্রতিহিংসা চরিতার্থ করতে এত মরিয়া হয়ে উঠেছে।'

ক্লিপটিতে শোনা গিয়েছে, রাহুল খ্রিস্টান সম্প্রদায়ের ওই যাজকের সঙ্গে কথা বলার সময় তাঁকে জিজ্ঞাসা করছেন, যিশু খ্রিস্ট ঈশ্বরের এক রূপ, এটা কি সত্যি?' পালটা ওই যাজককে বলতে শোনা যাচ্ছে, 'তিনি একজন সত্যিকারের ঈশ্বর। ঈশ্বরই তাঁকে একজন মানুষ হিসেবে প্রকাশ করেছেন। কোনও শক্তির রূপ হিসেবে নয়।'

আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! খাটের নীচে লুকিয়ে রাখা কোটি-কোটি টাকা উদ্ধার ED-র

তাঁর 'ভারত জোড়' যাত্রা চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজের বিভিন্নস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। এই যাত্রার সময়ে তিনি ৩,৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। কন্যাকুমারিকা থেকে হিমালয় পর্যন্ত মিছিল করবেন। অগণিত দেশবাসীর সঙ্গে কথা বলবেন। তাঁদের মনের কথা শুনবেন। তাঁদের সঙ্গে ভাববিনিময় করবেন। কন্যাকুমারীর মুলাগুমুদু থেকে তাঁর এই কর্মসূচি রাহুল বৃহস্পতিবার শুরু করেছেন। তাঁর সেই কর্মসূচির অংশ হিসেবে ওই যাজকের সঙ্গে তিনি কথা বলেছেন।

তার মধ্যেই ভেসে এল বিজেপির সমালোচনা। যাকে পালটা আক্রমণ করে জয়রাম রমেশ টুইট করেছেন, 'যাঁরা মহাত্মা গান্ধীর হত্যার জন্য দায়ী। নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এমএম কালবুর্গি এবং গৌরী লঙ্কেশের মতো লোকদের হত্যার জন্য দায়ী, তারা এই সব সমালোচনা করছে! অসুস্থ বিদ্রুপ করছে! ভারত জোড় যাত্রার চেতনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু, সেই চেষ্টা সফল হবে না। কংগ্রেস দেশকে উদ্ধার করবেই।'

Read full story in English

Bharat Jodo Yatra rahul gandhi CONGRESS
Advertisment