Advertisment

Rahul Gandhi: সাহায্যের আশ্বাস! হাথরসে কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রাহুলের

হাথরসে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দল নেতা রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi,Hathras Stampede,hathras stampede bhole baba,Hathras victims,Hathras incident,Hathras horror,Hathras Stampede Incident,Hathras satsang incident,Narayan Sakar Hari,Bhole Baba,UP Police

হাথরসে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দল নেতা রাহুল গান্ধী।

Hathras Stampede: হাথরসে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দল নেতা রাহুল গান্ধী।

Advertisment

মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। এবার সরাসরি ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করলেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখাও করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা বলেন, ‘দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, এটা নিয়ে আমি কোন রাজনীতি করতে এখানে আসিনি। তবে কিছুটা অবহেলা হয়েছে। এর তদন্ত হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মানুষদের ক্ষতিপূরণ পাওয়া উচিত।”

হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনায় উত্তরপ্রদেশ সরকার ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিশনের নেতৃত্বে থাকবেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) ব্রজেশ কুমার শ্রীবাস্তব। কমিশনকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এবং সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন : < Britain Elections: ব্রিটেনে পালাবদল! ১৪ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়লেন লেবার পার্টির কের স্টার্মার >

এদিকে হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার ৬ সৎসঙ্গ সংগঠককে গ্রেফতার করেছে। আলিগড়ের আইজি শালভ মাথুর বলেছেন, "এই ঘটনায় চারজন পুরুষ ও দু'জন মহিলা সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই আয়োজক কমিটির সদস্য"।

তিনি আরও বলেন, "এফআইআরে নাম থাকা 'মুখ্য সেবাদার' দেবপ্রকাশ মধুকরের নাম রয়েছে, যিনি এই মুহূর্তে পলাতক"। তবে ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সাকার বিশ্ব হরি বা 'ভোলে বাবা'-র নাম এখনও এফআইআর-এ নেই।

Hathras Case rahul gandhi
Advertisment