scorecardresearch

রাহুলের রিপোর্ট কার্ডে ডাহা ফেল মোদি সরকার!

লোকসভা ভোটের সময় যত এগোচ্ছে, ততই যেন কটাক্ষের সুর চড়া হচ্ছে রাহুল গান্ধীর গলায়। মোদি সরকারের চার বছর পূর্তির দিন আবার কটাক্ষের সুর ধরা পড়ল রাহুলের ট্যুইটে।

rahul gandhi, narendra modi
রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

লোকসভা ভোটের সময় যত এগোচ্ছে, ততই যেন কটাক্ষের সুর চড়া হচ্ছে রাহুল গান্ধীর গলায়। ক’দিন আগেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাহুল। এবার মোদি সরকারের চার বছর পূর্তির দিন আবার কটাক্ষের সুর ধরা পড়ল রাহুলের ট্যুইটে। মোদি সরকারের চার বছরের রিপোর্ট কার্ড এদিন ট্যুইট করেছেন কংগ্রেস সভাপতি। রাহুলের রিপোর্ট কার্ডে কৃষিক্ষেত্র, বিদেশ নীতি, জ্বালানির দাম, কর্মসংস্থানে পাশ করতে পারেনি এনডিএ সরকার। অন্যদিকে, নিজেদের প্রচার, চটকদার স্লোগানে মোদি সরকারকে এ প্লাস গ্রেড দিয়েছেন সোনিয়া পুত্র। এতেই শেষ নয়, রাহুলের রিপোর্ট কার্ডে যোগাসন বিভাগে মোদি সরকার পেয়েছে বি নেগেটিভ গ্রেড।

আরও পড়ুন, আরও চড়া পেট্রোল-ডিজেল, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও ক’দিন আগে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে ট্যুইট করেছিলেন রাহুল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করা নিয়ে মোদিকে ব্যাঙ্গ করে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমানোর চ্যালেঞ্জ নেওয়ার কথা লিখেছিলেন রাহুল।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Rahul gandhi narendra modi bjp congress