কংগ্রেস রবিবার রাহুল সাংসদপদ প্রত্যাহারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের ডাক দিয়েছে। সমস্ত রাজ্য এবং জেলা সদর দফতরে গান্ধী মূর্তির পাদদেশে দিনব্যাপী 'সত্যগ্রহ' আয়োজন করছে কংগ্রেস। সকাল ১০টায় সত্যাগ্রহ শুরু হবে এবং শেষ হবে বিকেল ৫টায়।
এর মধ্যেই দিল্লি পুলিশ কংগ্রেসকে রাজঘাটে বিক্ষোভ করার অনুমতি দেয়নি। করার কারণ হিসাবে যানযটকে উল্লেখ করা হয়েছে এবং এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি ভেনুগোপাল এবং জয়রাম রমেশের মতো সিনিয়র কংগ্রেস নেতারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিক্ষোভ অবস্থানের উদ্দেশ্যে রাজঘাটে পৌঁছেছেন। এর মাঝেই রাহুল গান্ধী তার টুইটার হ্যান্ডেলে স্ট্যাটাস পরিবর্তন করেছেন এবং এতে এখন লেখা আছে ''অযোগ্য এমপি''।
২০১৯ সালের মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে রাহুল গান্ধীকে লোকসভার সাংসদ পদ বাতিল করা হয়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন সারাজীবনের জন্য তার সংসদ পদ কেড়ে নেওয়া হলেও তিনি দেশে গণতন্ত্র রক্ষা করতে প্রাণপাত করবেন।